লোকটা পারেও...!
দেশে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাপ্রধান "জুনটা বস" দেশ দখল করে বসে আছেন। আরাকান আর্মি, কাচিন আর্মির মতো অনেক বিদ্রোহী গোষ্ঠীর দখলে দেশের বেশিরভাগ অংশ চলে গেছে। সেখানে কার্যত মায়ানমার সরকার তথা প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই বললেই চলে। নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে "জুনটা বস" অকাতরে বোমাবর্ষণ করে চলেছেন। বোমার আঘাতে শেষ হচ্ছে দেশটা, মরছে সাধারণ মানুষ। এদিনও দেশের কয়েকটি অঞ্চলে বোমাবর্ষণ হয়েছে। এর মধ্যে সেনাশাসক কখনো ইউরোপের সমর্থন লাভের চেষ্টা করছেন, কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের আবার কখনো চিন তথা রাশিয়ার। তাই এখন তাঁর গন্তব্যস্থল চিনদেশ। এই অস্থির সময়ে নিজের ক্ষমতা, কর্তৃত্ব আর শাসন আরও দীর্ঘতর করতে তিনি আবার মায়ানমারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। ২৮ ডিসেম্বর থেকে দেশে নির্বাচন...! লোকটা পারেও...!
( ছবি সংগৃহীত)
No comments:
Post a Comment