২০২২ সাল থেকে কাজ শুরু করেনি আদানি গ্রুপ,
তাজপুর সমুদ্রবন্দরের জন্য নতুন টেন্ডার আহ্বান
কাজের বরাত পাওয়ার পর থেকে আড়াই বছরের বেশি সময় চলে গেছে। এখনও তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ শুরু করেনি আদানি গ্রুপ। তাই আদানি গ্রুপকে দেওয়া কাজের সেই বরাত বাতিল করে নতুন করে দরপত্র (টেন্ডার) আহ্বানের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।
আজ, সোমবার রাজ্য মন্ত্রীসভার শিল্প, পরিকাঠামো ও কর্মসংস্থান সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের জানিয়েছেন, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের তরফে নতুন দরপত্র আহ্বান করা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
দুর্গাপুজোর আগেই নতুন কোনো সংস্থাকে বন্দর তৈরির বরাত দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আদানি গ্রুপকে তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরির বরাত দিয়েছিল রাজ্য সরকার। প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে এই নির্মাণকাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত প্রায় তিন বছর হয়ে এলো। এখনও কাজ শুরুই হয়নি। আবার হিন্ডেনবার্গের রিপোর্টে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে আদানি গ্রুপের বিরুদ্ধে। তাই রাজ্য সরকার পরিবর্তিত পরিস্থিতে নতুন করে টেন্ডার আহ্বানের সিদ্ধান্ত নিতে বাধ্য হল।
No comments:
Post a Comment