Breaking

Monday, August 18, 2025

সব কথার শেষকথা রাজনীতি... !

 সব কথার শেষকথা রাজনীতি... !


       ২২ আগস্ট দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা মেট্রো রেলের তিনটি নয়া প্রকল্পের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছিলেন রেলমন্ত্রী। 

        বিশেষ সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। 

       জানা গেছে, ভাষাসন্ত্রাস, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্তা, বাংলা ভাষা ও বাঙালির অবমাননা এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী রেলের সেই অনুষ্ঠান বয়কট করছেন। 

       প্রসঙ্গত, এ যাত্রায় অনেকেই ভেবেছিলেন, মুখ্যমন্ত্রী হয়তো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন - না এটা রেলের অনুষ্ঠান। আর হচ্ছে কলকাতায়।

       মমতা নিজেও রেলমন্ত্রী ছিলেন। কলকাতা মেট্রো রেলের উন্নয়নে তিনি নিজেও উদ্যোগী হয়েছিলেন। এখনও তিনি এ ব্যাপারে আন্তরিক।

       তবু তাঁর অনুপস্থিতি একটা ইঙ্গিত স্পষ্টভাবেই দিচ্ছে যে বাংলা আর বাঙালির প্রশ্নে মমতা আর তাঁর দল টিএমসি বিজেপি তথা কেন্দ্রকে এক ইঞ্চি জমিও ছাড়তে চায় না। 

       তাই একই মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি উপস্থিত থাকছেন না। সরকারি অনুষ্ঠান হলেও রাজনীতির ঊর্ধ্বে তো নয়, ঊর্ধ্বে উঠতেও পারবে না। কারণ সব কথার শেষকথা রাজনীতি...!

No comments:

Post a Comment