Breaking

Thursday, August 7, 2025

সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

 সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

        বিশেষ প্রতিবেদন : ইউনূস বা তাঁর উপদেষ্টা সঙ্গীরা যা-ই বলুন - না -কেন, তাঁদের শাসনে বাংলাদেশে সন্ত্রাস অনেক বেড়েছে, মানুষের জীবনের নিশ্চয়তা কমেছে। স্বাধীন মতপ্রকাশের সুযোগ আর প্রতিবাদী কণ্ঠ ইউনূস জামানায় সবচেয়ে বেশি উপেক্ষিত। 

       এজন্য ক্ষমতায় বসে এই দখলদার সরকার প্রথমেই দেশের সব মিডিয়ায়


নিজেদের নিয়ন্ত্রণ, কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। তবুও যদি সংবাদমাধ্যমের কেউ কখনো কোনোভাবে এদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বা বর্তমান পরিস্থিতি নিয়ে সঠিক, নিরপেক্ষ খবর করেছে, তবে তাঁর কপালে জুটেছে নানাভাবে হেনস্তা, বেকারি, কর্মক্ষেত্রে অযথা হয়রানি আর চরম পরিণতি হিসেবে মৃত্যু। 

       আজ, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ঢাকার লাগোয়া গাজিপুরে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতীরা। তখন আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের ওই সাংবাদিক একটি চায়ের দোকানে বসেছিলেন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজিপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে এসে তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। 

        স্থানীয় সূত্রে জানা গেছে, এই সাংবাদিক চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন । পরে রাত ৮টার দিকে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন—"যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজিপুর চৌরাস্তা।"

         কাজ শেষে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। তখন হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও জবাই করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

        স্থানীয় থানার ওসি শাহিন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই খুনের নেপথ্যে যে বা কারা জড়িত, কেন তাঁকে হত্যা করা হলো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।



No comments:

Post a Comment