Breaking

Thursday, August 7, 2025

নয়া প্রজাতির সাপ শনাক্ত

 নয়া প্রজাতির সাপ শনাক্ত

        মিজোরামে নতুন প্রজাতির সাপের দেখা মিলল। ওই নতুন আবিষ্কৃত সাপটির নাম ‘Smithophis Laptofasciatus’ । মিজোরাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের একদল বিজ্ঞানীর গবেষণায় এই প্রজাতির সাপের সন্ধান মিলেছে। সাপটির দৈর্ঘ্য, শারীরিক গঠন ও ডিএনএ পরীক্ষার পর এর শনাক্তকরণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। মিজোরাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রধান এইচ টি লালরেমসঙ্গা এই খবর নিশ্চিত করেছেন। এশিয়ার জীববৈচিত্র নিয়ে গবেষণাকারী আন্তর্জাতিক জার্নাল "Taprobanica" - তে দুদিন আগে, অর্থাৎ গত ৫ আগস্ট এই খবর প্রকাশিত হয়েছে।


No comments:

Post a Comment