স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে শাহের দরবারে
দার্জিলিং, তরাই ও ডুয়ার্সে উন্নয়ন, ন্যায়বিচার আর শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে এখানকার সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করা সম্ভব। এই বিষয়ে আলোচনা করতে আজ, বুধবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন।
রাজু এই অঞ্চলের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি বিষয়েও মন্ত্রীকে অবগত করেন। উন্নয়ন যে উত্তরবঙ্গের এই দুর্গম এলাকায় এখনও সেভাবে পৌঁছায়নি, সব মানুষ যে এখনও সরকারি কর্মসূচির সুবিধা সঠিকভাবে পাননি, এখানকার সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার যে এখনও অধরা, রাজনৈতিক হানাহানি, বিরোধ যে এখনও এখানকার উন্নয়নের পথে বড়ো অন্তরায় ---- এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাংসদ রাজু বিস্তার বিশদে আলোচনা হয় বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীও এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তৎপরতা ও আগামী ভাবনাচিন্তা তথা পদক্ষেপের বিষয়ে জানিয়েছেন। সরকারের এই অঞ্চল নিয়ে সাংবিধানিক কাঠামোর মধ্যেই বিশেষ মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার ভাবনার কথাও ব্যক্ত করেন অমিত শাহ। আগামীতে এই অঞ্চলে আরও উন্নয়ন হবে, এখানে স্থায়ী শান্তি, সম্প্রীতির বাতাবরণ গড়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার জন্য অমিত শাহকে সাংসদ রাজু বিস্তা এদিন অভিনন্দনও জানিয়েছেন।
No comments:
Post a Comment