Breaking

Sunday, August 3, 2025

কয়লা চুরির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ

 কয়লা চুরির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ


এর আগে বরুণদেবের ওপর কয়লা চুরির ঘটনার দায় বা কয়লা পাচারের দোষ গিয়ে পড়েছিল। কারণ, প্রাশ উঠেছিল ৪০০০ মেট্রিক টন কয়লা কোথায় গেল ? 

       এই প্রশ্নের উত্তরে বিধানসভায় মেঘালয়ের আবগারি মন্ত্রী বলেছিলেন, "হয়তো বৃষ্টির জলে ভেসে গিয়েছে।" দেশ তথা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় মেঘালয়ে। তাই বৃষ্টির দেবতা বরুণদেবের ওপর দোষ চাপানোই যায়...!

      কিন্তু এবার রাজ্য সরকার এত বড়ো কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। আজ, শনিবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রী প্রিস্টোন টিনসং বলেন, রাজ্যের সব জেলাশাসক ও পুলিশ সুপারদের কয়লা কেলেংকারির বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখতে ও পূর্ণাঙ্গ তদন্ত করে এর সঠিক কারণ অনুসন্ধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

        তিনি বলেন, এত বড়ো কেলেংকারির ঘটনায় কেউ ছাড় পাবে না। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এক্ষেত্রে কী অনিয়ম বা অপব্যবহার হয়েছে। সেইসঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত শেষে সরকারের গ্রহণযোগ্যতাও প্রতিষ্ঠিত হবে।


No comments:

Post a Comment