Breaking

Sunday, August 3, 2025

চোলা পাস ও ডোকলাম চালুর তোড়জোড়

 চোলা পাস ও ডোকলাম চালুর তোড়জোড়


নাথুলা ইতিমধ্যে চালু হয়েছে। তোড়জোড় চলছে  যাতে খুব শীঘ্রই চোলা পাস ও ডোকলামও খুলে দেওয়া যায়। কেন্দ্রের রণভূমি পর্যটন কর্মসূচির আওতায় এই প্রকল্পের কাজ চলছে।

       সরকারি সূত্রে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ চোলা পাস ও ডোকলাম চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কাজে সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জোর তৎপরতা চালাচ্ছে।

      কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী সিকিমের নাথুলা পাস, চোলা পাস ও ডোকলাম এ তিনি জায়গা রণভূমি পর্যটনস্থল হিসেবে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। সিকিমে ইতিমধ্যে বিমানবন্দর চালু হয়েছে। অসংখ্য ট্যানেল নির্মাণ করে রংপো পর্যন্ত রেলপথ স্থাপনের কাজও জোরকদমে চলছে।

       প্রসঙ্গত, ২০১৭ সালে ভারত - চিন সেনাপর্যায়ে সংঘর্ষের পর উত্তর সিকিমের দুর্গম অঞ্চলে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। ইদানীং সরকার  তিব্বত সীমান্ত পর্যন্ত সব পর্যটনস্থল দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে। সরকারের উদ্দেশ্য, সিকিমে ব্যাবসা ও পর্যটনের ব্যাপক বিকাশ ঘটানো। এজন্য সরকার সব ধরনের পরিকাঠামো গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছে । 

        উল্লেখ্য, দেশের মধ্যে সিকিম এমন একটি রাজ্য যেটি প্রায়  দূষণমুক্ত। এখানে সবধরনের জৈব দ্রব্য ব্যবহারে জোর দেওয়ায় নিত্যব্যবহার্য অনেক পলিথিন জাতীয় পণ্য নিষিদ্ধ হয়েছে। এ ছাড়া এখানে শাকসবজি, ফলমূল ও ফসল উৎপাদনেও পুরোপুরি জৈব পদার্থ ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।



No comments:

Post a Comment