Breaking

Sunday, August 3, 2025

বিশ্ববিদ্যালয়ের আইনি স্বীকৃতি নিয়ে সংশয় প্রকাশ

 বিশ্ববিদ্যালয়ের আইনি স্বীকৃতি নিয়ে সংশয় প্রকাশ


ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেঘালয়া। বাংলা তরজমা করলে দাঁড়াল মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আইনি স্বীকৃতি নিয়ে প্রশ্ন তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। 

      তাঁর অভিযোগ, "বিশ্ববিদ্যালয়টি বনবিভাগের জমির ওপর নির্মাণ করা হয়েছিল।" বিশ্ববিদ্যালয় নির্মাণের সময় পার্শ্ববর্তী বনাঞ্চল কাটা হয়েছিল। তিনি বলেন, "বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন, এব্যাপারে আদালতে  মামলা করা হয়েছে।"

        হিমন্ত সাংবাদিকদের আরও বলেন, "দুবছর পরে এই বিশ্ববিদ্যালয় থাকবে কি না তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।" তিনি এর আইনি স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলেন। প্রসঙ্গত, এটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যা মেঘালয়ের অসম লাগোয়া অঞ্চল রিভোই জেলায় অবস্থিত।

        এ ছাড়াও এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক সম্পর্কে হিমন্ত বলেন, "ছাত্রছাত্রীদের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ক্ষেত্রে সহায়ক হওয়ায় এবছরের শুরুতে উপাচার্য হক গ্রেপ্তার হয়েছিলেন।" অবশ্য পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।




No comments:

Post a Comment