Breaking

Saturday, August 16, 2025

তিন ঘণ্টার নিষ্ফলা বৈঠক

 


   তিন ঘণ্টার নিষ্ফলা বৈঠক

     





কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কোনো চুক্তি হয়নি। যুদ্ধ বন্ধ হবে কি না সে সম্পর্কেও কোনো উত্তর নেই। একতরফা সাংবাদিক সম্মেলন করলেন দুজনে পাশাপাশি দাঁড়িয়ে। 

      ট্রাম্প বললেন তিন মিনিট আর পুতিন নয় মিনিট। ব্যস। ওই পর্যন্তই। কারও কোনো প্রশ্ন গ্রহণ করলেন না, শুনলেনও না। না শোনার ভান করলেন, উত্তরও দিলেন না। সুতরাং কাজের কাজ কিছুই হলো না। তবুও সেই বৈঠকের সংক্ষিপ্তসার তুলে ধরা হল। পড়ুন...

No comments:

Post a Comment