Breaking

Saturday, August 16, 2025

পাকিস্তানে হড়পা বানে মৃত ৩০০

 পাকিস্তানে হড়পা বানে মৃত ৩০০


         ভারী বৃষ্টিতে নেমে আসা হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। এই সংবাদ লেখা পর্যন্ত অন্তত ৩০০ জনের মৃত্যু ও শতাধিক মানুষ নিখোঁজ বলে খবর পাওয়া গেছে। এই বিপর্যয়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনার জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু এখানেই মৃত্যু হয়েছে ১৫৭ জনের।

        জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা ও ধসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ি অঞ্চলগুলিতে। শুক্রবার একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৯৪ জন। হড়পা বান ও ধসে খাইবার পাখতুনখোয়ায় প্রাণ হারিয়েছেন ১৮০ জন।

      শুক্রবার খারাপ আবহাওয়ার জন্য একটি ত্রাণবাহী হেলিকপ্টার ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় দুই পাইলটসহ প্রাণ হারান মোট পাঁচ জন। হড়পা বানে বহু বাড়ি, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং রাস্তা ধ্বংস হয়েছে। কারাকোরাম ও বালোচিস্তান যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কপথ একাধিক স্থানে অবরুদ্ধ।


No comments:

Post a Comment