Breaking

Wednesday, August 27, 2025

অথৈ জল

 অথৈ জল : অথৈ জলে সাঁতার কাটছেন গুয়াহাটিবাসী। ডুবে গেছে চার চাকা গাড়ির প্রায় পুরোটাই। একদিকে ফ্লাইওভার অন্যদিকে জলে প্লাবিত সব কিছু। এই দৃশ্য জোড়াবাটের মানে দুটি রাস্তার মিলনস্থলের। এর একটি গেছে মধ্য অসমে, অপরটি মেঘালয়ে। এখানে উঁচু পাহাড়ের ঢাল মাটিতে মিশেছে। তাহলে শহরের আরও ব্রহ্মপুত্র সমতল এলাকার পরিস্থিতি কী হতে পারে সেই সম্পর্কে চোখ বুঝে ধারনা করে নিন। আর চোখ খুললে দেখবেন জোড়াবাট থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত বিরাট এক নদী যা এখন সমুদ্রে পরিণত হয়েছে...! 





No comments:

Post a Comment