Breaking

Wednesday, August 27, 2025

দিনের সেরা --- বুয়েট কী বোঝেন...?

 দিনের সেরা --- বুয়েট কী বোঝেন...?

ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র প্রশ্ন করছেন পুলিশকে...! BUET--- BANGLADESH UNIVERSITY OF ENGINEERING AND TECHNOLOGY... খাস বাংলায় তরজমা করলে দাঁড়াচ্ছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওই ছাত্রের উত্তেজিত ভঙ্গিমায় পুলিশকে "বুয়েট কী বোঝেন? বানান করেন! বানান করেন!" --- প্রশ্ন শুনে মনে হচ্ছে বাংলাদেশের পুলিশে এখনও শিক্ষিত, সুশিক্ষিত সদস্যের অভাব রয়েছে। না হলে একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কেন এমন প্রশ্ন জিজ্ঞেস করবেন। তিনি তো রাজনীতির ছাত্র নন। পুলিশ "দলদাস বা শাসকের তাবেদার বা মেরুদণ্ড সোজা করে চলতে না পারলে" এই প্রশ্নের মুখে তাদের পড়তেই হয়...! প্রসঙ্গত, বুয়েট শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রবেশ ও পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ করেছেন। এদিন প্রতিবাদী শিক্ষার্থীদের উপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের লাঠিচার্জের ঘটনাও ঘটেছে। এর প্রতিবাদে সরব হয়েছেন চট্টগ্রাম বুয়েটের ছাত্ররা।




No comments:

Post a Comment