চিনের তিয়ানজিনে বৃহত্তম এসসিও সম্মেলন শুরু ৩১শে
উত্তর চিনের তিয়ানজিন শহরে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সদস্য দেশের নেতৃবর্গের উপস্থিতিতে আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর বসছে এযাবৎ কালের বৃহত্তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলন। এবারের এসসিও শীর্ষ সম্মেলন থেকে এই গোষ্ঠীর ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরি হবে যা বিশ্বের অর্থনীতির বিকাশেও বড়ো ভূমিকা গ্রহণ করবে।
১০টি সদস্যরাষ্ট্র, ২টি পর্যবেক্ষক দেশ ও আলোচনায় অংশগ্রহণকারী ১৪টি দেশ নিয়ে গড়ে উঠেছে এসসিও শীর্ষ সম্মেলন। এটি বর্তমান বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার, মোট স্থলভাগের এক - চতুর্থাংশের এবং বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় চার ভাগের এক ভাগের প্রতিনিধিত্ব করে।
*** একনজরে ২০২৫ এসসিও শীর্ষ সম্মেলন ***
আয়োজক দেশ -- চিন *** তারিখ -- ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৫ *** শহর -- তিয়ানজিন।
*** অংশগ্রহণকারীরা
চিন, বেলারুশ, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, মিশর, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল ও তুরস্ক।
No comments:
Post a Comment