প্রকৃতির রোষ এবার হিমাচলে, মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি কিন্নরে, কৈলাস যাত্রা স্থগিত
কিন্নর, ৬ আগস্ট : উত্তর কাশীর পর এবার কিন্নর। প্রকৃতির রোষে এবার হিমাচল প্রদেশ। ফলে কৈলাস যাত্রার রুটে ঘটল বিপর্যয়। একদিনের জন্য স্থগিত হয়ে গেল কৈলাস যাত্রা। আচমকা মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্নরে। সেইসঙ্গে সারা রাজ্যে চলছে টানা ভারী ধারাবর্ষণ। এর জেরে কিন্নর - কৈলাস রুটে যাত্রা স্থগিত হয়ে গেল। ফলে এই রুটে আটকে পড়েছেন পুণ্যার্থীরা।
বুধবার সকালে কিন্নরের কাছেই মেঘভাঙা বৃষ্টিতে
আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারিভাবে এখনও ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মেঘ ভেঙে বিপুল জলস্রোত উঁচু জায়গা থেকে তীব্রগতিতে নেমে আসছে। হিমাচল প্রদেশের ভারী বৃষ্টিপাতে বাড়ছে সমস্যাও। এর জেরে রাজ্যের একাধিক জায়গায় নেমেছে ধস। রাস্তা ধসে যাওয়ায় আটকে পড়েছেন তীর্থযাত্রীরা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সারাদিনই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হিমাচলের হামিরপুর, কাংড়া, চাম্বা, কুল্লু, লাহুল-স্পিতি, মান্ডি, বিলাসপুর, উনা, কিন্নর, সিমলা, সোলান এবং সিরমৌর জেলার বিচ্ছিন্ন জায়গাগুলিতে আগামী ১২ ঘণ্টার জন্য জারি করা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা।
***প্রতীকী ছবি হিসেবে গতকাল, মঙ্গলবার উত্তর কাশীর মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বানের ছবি দেওয়া হলো।**
No comments:
Post a Comment