Breaking

Wednesday, August 6, 2025

হড়পা বানে পাণ্ডবদের তৈরি 'কল্প কেদার ' ধ্বংসস্তূপে চাপা


 হড়পা বানে পাণ্ডবদের তৈরি ‘কল্প কেদার’ ধ্বংসস্তূপে চাপা 


      বিশেষ প্রতিবেদন : উত্তর কাশীর ধরলির হড়পা বানে পাণ্ডবদের তৈরি কল্প কেদার মন্দিরের দৃশ্যমান গম্বুজটি চাপা পড়ল ধ্বংসস্তূপের নীচে। প্রাকৃতিক বিপর্যয়ে এই মন্দিরটি বহুকাল আগেই মাটির নীচে চলে গিয়েছিল। ১৯৪৫ সালে খননকাজে আবিষ্কৃত হয় মন্দিরটি। 

      জনশ্রুতি অনুযায়ী, নির্বাসনকালে পাণ্ডবরা ওই মন্দির তৈরি করেছিলেন। গতকাল, মঙ্গলবার হঠাৎই হড়পা বান আসে ধরলির ক্ষীরগঙ্গায়। ধংসাত্মক সেই স্রোতে এখন ধ্বংসস্তুপ ধরালীর একাংশ। জল-জঞ্জালের তোড়ে ভেসে গিয়েছে মানুষ, গৃহপালিত পশু, বহুতল বাড়ি, যানবাহন, হোটেল, রাস্তাঘাট। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে গ্রামের কল্প কেদার মন্দিরও।

        পাণ্ডবদের তৈরি মন্দিরটির গর্ভগৃহে থাকা শিবলিঙ্গটি ছিল নন্দীর পিঠের মতো দেখতে, যা কেদারনাথের শিবলিঙ্গের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মন্দিরের স্থাপত্যশৈলীর সঙ্গেও মিল রয়েছে কেদারনাথ মন্দিরের। এসব কারণে স্থানীয়রা এই মন্দিরকে পঞ্চ কেদারের অংশ বলে মনে করেন।

        জানা গেছে, হিমবাহের পরিবর্তনের ফলে মন্দিরটির অধিকাংশই মাটির নীচে চাপা পড়ে গিয়েছিল। খননকাজের পর থেকে শুধু মন্দিরের গম্বুজটি দৃশ্যমান হয়েছিল। গম্বুজে খোদাই করা ছিল কালভৈরবের মুখ। মূল মন্দিরটি ভূপৃষ্ঠের কিছুটা গভীরে ছিল। আচমকা বানের জেরে ফের ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে গিয়েছে পুরো মন্দিরটি।

         ‘কল্প কেদারের তীর্থযাত্রীদের কাছে খুব জনপ্রিয়। আদি শংকরাচার্য এটি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। 

প্রসঙ্গত, পঞ্চ কেদার হলো ভগবান শিবের পাঁচটি রূপের মন্দির। হড়পা বান এসে হয়তো চিরকালের জন্য একে পাঠিয়ে দিল ভূগর্ভে।

No comments:

Post a Comment