বিরল খনিজ মৌলের হদিশ, এবার যুদ্ধাস্ত্র নির্মাণে চিননির্ভরতা কমবে ভারতের
অনিকেত পান্থ, রায়গঞ্জ: Rare Earth Elements..!খাস বাংলায় একে বিরল মৃত্তিকা খনিজ বা বিরল খনিজ মৌল বলা যেতে পারে। মধ্যপ্রদেশের সিঙ্গাউলি কয়লাখনিতে এই বিরল খনিজ মৌলের হদিশ পাওয়া গেছে। রাজ্যসভায় কেন্দ্রীয় খনি ও কয়লামন্ত্রী জি কিশান রেড্ডি এই খবর জানিয়েছেন।
খনির গভীরে প্রায়ই মূল্যবান ধাতু ও খনিজের সন্ধান মেলে। কখনো সোনা, কখনো খনিজ তেল, আবার কখনো-বা প্রাকৃতিক গ্যাস। এমন ঘটনা প্রায়ই শোনা যায়। তবে সেসব উত্তোলনের খরচ এতটাই বেশি যে ভারত সরকার আর এই কাজে উদ্যোগী হয় না। কিন্তু এবার অবশ্যই সরকারি উদ্যোগ লক্ষ করা যাবে।
এবারে এমন বিরল খনিজ মৌলের সন্ধান মিলল যে সেটির চাহিদা উত্তরোত্তর বাড়লেও এর জোগান খুবই কম। আর এক্ষেত্রে নির্ভর করতে হয় চিনের ওপর। অবশ্য মায়ানমারের কাচিন প্রদেশে এই খনিজ থাকলেও সেখানে নজর পড়েছে বিশ্বের বড়দা আমেরিকার। আধুনিক বিশ্বে যুদ্ধাস্ত্র, যুদ্ধের সরঞ্জাম আর আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে এই খনিজটি শুধু দামিই নয়, অমূল্য হয়ে উঠেছে।
এবার আসি এই বিরল খনিজের কার্যকারিতা প্রসঙ্গে। আধুনিক বিভিন্ন যুদ্ধাস্ত্র, যুদ্ধের যানবাহন, উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক যানবাহন ও অন্যান্য সামগ্রী প্রস্তুত করতে এটির ব্যবহার সবচেয়ে বেশি। তবে বহুকাল ধরেই যেকোনো দেশের প্রতিরক্ষা বিভাগের কাছে এটি খুব মূল্যবান সামগ্রী।
ভারতে এমন বিরল খনিজ মৌলের সন্ধান পাওয়ায় এবার কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের নজর চিন থেকে মায়ানমার হয়ে ভারতে ফেরাবেন...? হলে হতেও পারে। পাকিস্তানের তেলের পর ভারতের বিরল খনিজ মৌল তাঁর নজর পড়লে হয়তো অবাক হবেন না কেউই...!
No comments:
Post a Comment