Breaking

Wednesday, August 6, 2025

শুভেন্দুর এফআইআরে ৪১, গ্রেপ্তার ৭


 শুভেন্দুর এফআইআরে ৪১, গ্রেপ্তার ৭

         অবাঞ্ছিত ঘটনা হলেও ঘটেছে। ঘটনার পর হয়েছে এফএইআর-ও। পরিস্থিতি সামলাতে প্রথমে ব্যর্থ হলেও এবার সাফল্য দেখাতেই হবে। এ পর্যন্ত শতাংশের হিসেবে সাফল্য মাত্র ১৬% -এর একটু বেশি। 

      গতকাল, মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর কোচবিহারের খাগড়াবাড়িতে সংগঠিত হামলায় এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় শুভেন্দু তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক -সহ ৪১ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

       পুলিশি তৎপরতায় এখনও পর্যন্ত ধৃতরা হলো রঞ্জিত দে, জহিরুল ইসলাম, শুকলাল রবিদাস, আশরাফুল আলম, হরিধন সরকার, মহম্মদ হাবিব ও শহিদুল ইসলাম। এরা প্রত্যেকেই কোচবিহার ২ নম্বর ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। 

         প্রসঙ্গত, মঙ্গলবার শুভেন্দু অভিযোগ করেছিলেন, প্রায় ১৫০০ রোহিঙ্গা মুসলিম ও অনুপ্রবেশকারী বাংলাদেশি তাঁর ওপর হামলা চালিয়েছে। এ ছাড়াও তিনি ঘোষণা করেছিলেন যে দলের কিছু কর্মসূচি ও উৎসবাদি শেষ হলেই এই খাগড়াবাড়ি থেকেই তিনি রোহিঙ্গা খেদাও অভিযানে নামবেন। 

          আরও উল্লেখ্য যে প্রভাবশালী নেতা তথা মন্ত্রী উদয়ন গুহর নামও এফআইআরে রয়েছে। শুভেন্দুর অভিযোগ অনুযায়ী উদয়ন গুহর নেতৃত্বেই হামলা হয়েছে। তাহলে পুলিশ কি তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করবে...! এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

No comments:

Post a Comment