বাংলাকে বাংলাদেশি ভাষা বলল দিল্লি পুলিশ
এক পঙক্তিতে বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা
*** একটি চিঠির এক পাতায় বাংলা ভাষা (বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ) না বিষাক্ত পরিষ্কার করে জিনিষ চার - পাঁচ জায়গায় "বাংলাদেশী ভাষা" শব্দ লেখা হয়েছে।
*** এটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান করেনি। এমন খুব সম্ভবত "চাচ্ছাকৃত ভুল" পুলিশ প্রশাসন করেছে "নয়াদিল্লির সাউথ পুলিশ পুলিশ লধি নগর"। দিল্লির উল্লেখিত থানা থেকে নয়াদিল্লির বঙ্গভনে একটি চিঠিতে এমনটা লেখা হয়েছে।
*** ইংরেজি চিঠিতে শব্দ লিখতে বাংলা লেখা কিছু চিঠিপত্র হিন্দে অনুবাদ করার কথা বলা হয়। এই ক্ষমতা পুলিশের বাংলা জানা তথ্য পার্শ্বই বঙ্গভনে চিঠি পাঠায়।
*** এটা স্বাভাবিক আর বিজ্ঞপ্তির মধ্যে পড়ে। এটা নিয়ে কোন বিতর্ক নেই। বিতর্ক দানা বেঁধেছে অন্য জায়গায়। ওখানে বাংলা ভাষাকে "বাংলা ভাষা" না বলে "বাংলাদেশী ভাষা" বলা হয়েছে।
*** প্রসঙ্গত, দেশ সহজ শাসিতা দেশগুলোর জন্য বাংলাভাষী বাংলাদেশিদের তকমা দিয়ে মানুষ হেস্তান, ধরপাকড় শুরু হচ্ছে। এমনই একই জায়গায় বাংলাদেশি সন্দেহে ইন্সটিটি করেছে পুলিশ। তাদের আদালতে দেখতে জামিন নামঞ্জুর হয়। আমার কাছ থেকে সুবিধা কোনো পাসপোর্ট, ভিসা পাওয়া যায়। কিন্তু বাংলা বোধগম্য কিছু চিঠিপত্র, চিঠিপত্র ইত্যাদি পাওয়া গেছে।
*** দিল্লির দৃঢ় সন্দেহ হয় যে এই আটজন বাংলাদেশি নাগরিক। এই ভিডিওটি তাদের কাছ থেকে পাওয়া কাগজ হিন্দে এবং ইংরেজিতে অনুবাদের ক্ষেত্রে যদি চেয়েছে দিল্লি পুলিশ। আর সেখানে বাংলা ভাষাকে বারবার "বাংলাদেশী ভাষা" বলা হয়েছে এত বিতর্কের কথাবার্তা।
*** এ ক্রমিক অফিস তৃণমূল পথের পথ তাদের ঘৃণাভঙ্গি বিশ্লেষণাল পেজে বিবৃতি দেয়, পরেকারীতি রাজনীতির শান্তিপূর্ণ সমালোচনা করে। এমনকি অনেকটা মুখপত্রের সান্ধ্য সংস্করণেও এর নিন্দা, প্রকাশ্য সমর্থন তৃণমূল অংশ। ভালোভাবে নিচ্ছে না এরাজ্যের বাংলাভাষীরাও। সামনে নিয়ে বৃহত্তর প্রতিবাদ হলে লক্ষ্য কিছু থাকবে না।
#বাংলা_ভাষা_বাংলাদেশি_ভাষা_ডিপি
No comments:
Post a Comment