Breaking

Sunday, August 3, 2025

ভেজাল শ্যাম্পু তৈরির রমরমা ব্যাবসা ফাঁস

 ভেজাল শ্যাম্পু তৈরির রমরমা ব্যাবসা ফাঁস


ভেজাল শ্যাম্পু তৈরির রমরমা ব্যাবসা ফাঁস

        ভেজাল শ্যাম্পু তৈরির কারখানা কোনো নতুন খবর নয়। শহরে, গ্রামেগঞ্জে এই করবার বেশ চলছে। হাটেমাঠে এর বেশ ভালো কেনাবেচাও হয়। শহরের দোকান, বাজারেও বেশ চালিয়ে দেওয়া যায় এই শ্যাম্পু। তবে এই খবর শিলিগুড়ির জন্য নতুন। শনিবার পুলিশ শিলিগুড়ির কুরেশি মহল্লায় একটি বাড়িতে এই কারখানার সন্ধান পায়।

      পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট খবরের ভিত্তিতে কুরেশি মহল্লার একটি ভাড়া বাড়িতে অভিযান চালালে সেখান থেকে ভেজাল শ্যাম্পু, শ্যাম্পু তৈরির উপকরণ, নামি ব্র্যান্ডের খালি বোতল উদ্ধার হয়। এই কাজে যুক্ত বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশকর্মীরা অভিযান চালানোর সময় এসব দেখে তাজ্জব হয়ে যান। এই কারবারের সঙ্গে আর কে কে যুক্ত আর এর শিখর কতদূর বিস্তৃত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

      জানা গেছে, কিছু লোক ওই বাড়িটি ভাড়া নিয়ে সেখান থেকে এই ভেজাল শ্যাম্পু তৈরির ও বিক্রির ব্যাবসা চালিয়ে যাচ্ছিল। বাজারে বিক্রি হওয়া বহু নামি ব্র্যান্ডের শ্যাম্পু অনেক সময় সঠিক কাজে আসে না। শ্যাম্পু নিয়মিত ব্যবহার করেও চুলের স্বাস্থ্যরক্ষা করা যায় না। তখনই ভেজাল শ্যাম্পু ব্যবহার করার বিষয়টি মাথায় আসে।

      পাড়ার দোকান, বাজারের দোকান, শপিং মল, অনলাইন শ্যাম্পু সর্বত্র পাওয়া যায়। তবে হাটেঘাটে, গ্রামেগঞ্জে, পাড়ার দোকান, বাজারের ছোটো দোকানে ভেজাল শ্যাম্পু চালিয়ে দেওয়ার সুযোগ বেশি। কারণ কেনার সময় সকলেই বাইরের মোড়ক দেখেই আর দশটা জিনিসের মতো শ্যাম্পুও কেনে। ভেজাল তো ভিতরে, বাইরে তো দেখতে একই।

       ব্যবহারের পর সবাই শ্যামুর বোতল ফেলে দিচ্ছে। কেউ কেউ কেজি ধরে জিনিস বিক্রি করার সময় শ্যাম্পুর বোতলও দিয়ে দিচ্ছে। মোটকথা, শ্যাম্পুর খালি বোতল নানাভাবে জোগাড় করা যায় অনায়াসে। একটু ধুয়ে,পরিষ্কার করে নিলেই একেবারে নতুন, ঝকঝকে। ব্যস এই বোতলেই নিজেদের তৈরি ভেজাল শ্যাম্পু ভরে হাটে, গ্রামেগঞ্জে, দোকান, বাজারে চালিয়ে দিতে পারলেই মোটা কামাই। ঠিক এই কাজটাই করছে ভেজালের কারবারিরা।

      সবশেষে, শ্যাম্পু তৈরির উপকরণ সহজেই বাজারে পাওয়া যায়। সেসব জলে গুলে আর তার সঙ্গে কিছু নির্দিষ্ট উপকরণ, সুগন্ধি মেশালেই শ্যাম্পু তৈরি হয়ে যায়। তাই ক্রেতাদের নামি ব্র্যান্ডের শ্যাম্পু কেনার সময় ঢাকনা খুলে বর্ণ, গন্ধ পরীক্ষা করে কেনা উচিত। নইলে যেকোনো সময় দোকান, বাজার থেকে কেনা শ্যাম্পুতে ভেজাল থাকতেই পারে।


No comments:

Post a Comment