Breaking

Sunday, August 3, 2025

শোক কাটিয়ে ফের শিক্ষালয়ে

 শোক কাটিয়ে ফের শিক্ষালয়ে


শোক কাটিয়ে ফের শিক্ষালয়ে : রবিবার থেকে সীমিত পরিসরে খুলে দেওয়া হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত ২১ জুলাই সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার স্মৃতি এখনও ওদের মনে দগদগে ঘায়ের মতো। তবুও পাঠে তো ফিরতেই হবে...! 
      প্রসঙ্গত, মাইলস্টোন ট্র্যাজেডি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব অঙ্গনে শোকের ছায়া ফেলেছিল। সেই শোকের আবহ কাটিয়ে উঠতে সময় লাগাটাই স্বাভাবিক। তবু ফের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর চেষ্টা করা হয়েছে।
      এদিন সেই দুর্ভাগ্যজনক ঘটনায় নিহত সহপাঠীদের আত্মার শান্তি কামনা করে, তাদের স্মৃতিচারণ করে ফের শুরু হলো ঢাকার অন্যতম অভিজাত তথা অগ্রণী এই শিক্ষাপ্রতিষ্ঠানের পঠনপাঠন। আর এমন বিষাদময় অভিজ্ঞতার সম্মুখীন হতে চান না ছাত্রছাত্রী, শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক কেউই।
       প্রসঙ্গত, এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা উত্তরোত্তর বাড়ছিল। সর্বশেষ পরিসংখ্যান হাতে না থাকলেও মোটামুটি ৩৫ জনের মৃত্যু হয়েছিল এটা বলা যেতেই পারে। এ ছাড়া সেদিন অগণিত মানুষ আহত হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর তারা সুস্থ হয়েছে। সকলে এখনও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আহতদের চিকিৎসার জন্য সবরকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত, সিঙ্গাপুর ও চিন।

No comments:

Post a Comment