ফের একসঙ্গে উদ্ধব-রাজ
বালাসাহেবের ছবির পাশে দাঁড়িয়ে দুই ভাই। দুজন দুদলের কাণ্ডারি। দীর্ঘ ১৩ বছর পর আজ, রবিবার বালাসাহেবের বাসভবন মাতশ্রীতে এসেছেন রাজ ঠাকরে।
এদিন দাদা উদ্ধব ঠাকরের ৬৫ তম জন্মদিন। আজ অনেকের মতোই রাজ ঠাকরেও এলেন। সঙ্গে নিয়ে এলেন বিরাট বড়ো লাল রঙের ফুলের তোড়া। উদ্ধব ঠাকরেকে জন্মদিনে ইন্ডিয়া জোটের নেতানেত্রী সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে মুম্বাইয়ে প্রাথমিক স্তরের পাঠক্রমে হিন্দি চালু করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দুই ভাই রাজ আর উদ্ধব একসঙ্গে বিক্ষোভ মিছিল, সভা করেছিলেন। সেদিন একসঙ্গে, একমঞ্চে দুজনকে দেখা হয়েছিল।
আজ, রবিবার দাদার জন্মদিনে এলেন ভাই। এরপর সম্পর্কের বরফ আরও গলবে। ধীরে ধীরে বালাসাহেবের শিবসেনা (উদ্ধব) আর রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দল দুটি আরও কাছে এসে একদিন একসঙ্গে মিশে যেতেই পারে। আর এমনটা হলে মহারাষ্ট্র তথা দিল্লির ক্ষমতা দখলের লড়াইয়ে ইন্ডিয়া জোট আরও শক্তিশালী হবে।
উল্লেখ, বাল ঠাকরের জীবদ্দশায়ই রাজ ঠাকরে পৃথক দল গড়েছিলেন। দুই ভাইয়ের বিরোধ আজ রাজনৈতিক স্বার্থে মিটে গেলে মহারাষ্ট্রে মারাঠি ভাবাবেগ ফের স্বমহিমায় জেগে উঠবে। বালাসাহেব হয়তো ওপর থেকে সেদিন সব দেখবেন...!
No comments:
Post a Comment