Breaking

Friday, August 1, 2025

বালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয়-এর সফল পরীক্ষা

 বালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয়-এর সফল পরীক্ষা


ওড়িশা উপকূলের ড. এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র "প্রলয়"-এর সফল পরীক্ষা চালিয়েছে ডিআরডিও। সোম ও মঙ্গলবার দুইদিন ধরে এই পরীক্ষা চালানো হয়েছে। 

       স্বল্পপাল্লার ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে  সক্ষম এই ক্ষেপণাস্ত্র যথেষ্ট আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। ১৫০ থেকে ৫০০ কিমি দূরত্বে নির্ভুল লক্ষ্যে এটি সফল হামলা চালাতে সক্ষম।

        সেইসঙ্গে ৩৫০ থেকে ৭০০ কেজি বিস্ফোরকও এটি বহন করতে পারে। আকাশে উড়তে উড়তে নিজে থেকে এই ব্যালিস্টিক মিসাইল তার গতিপথ পরিবর্তন করতে সক্ষম বলে শত্রুপক্ষ সহজে একে ঘায়েল করতে পারবে না। 

        এর সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে শনাক্ত করতে পারে না। আজ, মঙ্গলবার ডিআরডিও সূত্রে এই খবর জানিয়ে বলা হয়েছে, প্রলয়ের সফল পরীক্ষা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করল।

No comments:

Post a Comment