ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ,
বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই : ভারত
বিশেষ প্রতিবেদন : ভারতের মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধ করার আহ্বান জানিয়ে ভারত সরকারের উদ্দেশে বিবৃতি দিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। আজ, বুধবার ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর তৈরি করার খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে। আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন।
জুলাই মাসে একটি ভুঁইফোড় এনজিওর কার্যক্রমের আড়ালে আওয়ামী লীগ নেতারা দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠান করে এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে পুস্তিকা বিলি করে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। আওয়ামী লীগ নেতারা ভারতে থেকে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালালে সেটি দুই দেশের মধ্যে সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনশীল পরিস্থিতির জন্যও হুমকিস্বরূপ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ছাড়া এই ঘটনা বাংলাদেশের মানুষের মধ্যে জনরোষ তৈরি করতে পারে। ভারত সরকারের প্রতি এই বিষয়গুলি বিবেচনা করার আহ্বান তথা আবেদন জানিয়েছে বাংলাদেশ।
এদিকে, বাংলাদেশের বিবৃতির জবাব আজ, বুধবারই দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, ভারতের ভূখণ্ডে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, এমন কোনো তথ্য নেই। তিনি বলেন, " ভারতের মাটিতে কথিত আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশবিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড বা ভারতের আইনবিরোধী কোনো কর্মকাণ্ডের বিষয়ে আমরা অবগত নই।"
রণবীর আরও বলেন, "ভারত সরকার অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেয় না। সুতরাং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই বিবৃতিদান অনুচিত।" জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন, "বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নির্ধারণের জন্য শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।"
No comments:
Post a Comment