Breaking

Wednesday, August 20, 2025

বিতর্কিত বিল, উত্তাল সংসদ

 বিতর্কিত বিল, উত্তাল সংসদ 

        আজ, বুধবার সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই ১৩০তম সংবিধান সংশোধনী বিল ঘিরে উত্তাল হয়ে ওঠে সংসদ ভবন।

      বিরোধী সাংসদদের প্রবল বিক্ষোভের মধ্যেই সংসদে তিন তিনটি সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

       দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে তাঁদের অপসারণ সংক্রান্ত এই সংশোধনী বিল পেশ হতেই বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদরা।

       পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায়। তবু বিলের ওপর ভাষণ চালিয়ে যান অমিত শাহ। অভিযোগ, একপর্যায়ে বিরোধী শিবির থেকে এই বিলের খসড়া কপি ছিঁড়ে ভাষণরত অমিত শাহের দিকে ছুড়ে মারা হয়।

      এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ১৩০তম সংবিধান সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে তাঁর সোশ্যাল মিডিয়া পেজে লম্বা বিবৃতি দিয়েছেন। 

      সেই বিবৃতিতে মমতা একে "Black Day Black Bill" বলে উল্লেখ করেন। তিনি একে গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ইত্যাদির ওপর আঘাত বলে বর্ণনা করেন। 

       প্রসঙ্গত, নয়া এই সংবিধান সংশোধনী বিলে মন্ত্রীরা ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে ৩০ দিন জেলে থাকলে তাঁদের মন্ত্রিত্ব খোয়াতে হবে। বিলটিকে বিতর্কিত বলে এর তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



No comments:

Post a Comment