Breaking

Friday, August 1, 2025

শান্তিপূর্ণ সহাবস্থান

 শান্তিপূর্ণ সহাবস্থান


শান্তিপূর্ণ সহাবস্থান : ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশনের (BRO) ডিজি লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসনের সঙ্গে দুদেশের সহযোগিতায় ভুটান সীমান্তের ব্যাপক উন্নয়ন নিয়ে আলোচনা করছেন।

       ভুটানের রাজার দূরদর্শী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ভারতের প্রতিরক্ষা বিভাগ গৃহীত ও BRO পরিচালিত DANTAK প্রকল্প ভুটানের পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ। ১৯৬১ সাল থেকে চলে আসা এই প্রকল্প পাহাড়ি রাষ্ট্র ভুটানের  দুর্গমতাকে সুগম করেছে।

        ভুটান ভারতের বন্ধুরাষ্ট্র। ভারত যেমন ভুটানের পাশে সদাসর্বদা থাকে, তেমনি ভুটানও ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। ভুটানের দিক থেকে প্রতিরক্ষার কোনো হুমকির মুখে পড়তে হয় না ভারতকে। সেই শান্তিপূর্ণ সহাবস্থানের দিকটিই ভুটানের প্রধানমন্ত্রী ও BRO - এর ডিজির আলোচনায় প্রাধান্য পেয়েছে।

No comments:

Post a Comment