Breaking

Saturday, August 16, 2025

ভোটার অধিকার যাত্রা

 


ভোটার অধিকার যাত্রা 

       আগামীকাল, রবিবার থেকে ১৬ দিন ধরে বিহারের ১৩০০ কিমি পথে জনগণকে সঙ্গে নিয়ে যাত্রা করবে ভারতের জাতীয় কংগ্রেস। আর এই যাত্রায় বিহার কংগ্রেসকে নেতৃত্ব দেবেন দলের সংসদ, লোকসভার বিরোধী দলনেতা তথা কাণ্ডারি রাহুল গান্ধি। 

      প্রসঙ্গত, সাম্প্রতিক কালে ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় পর্যবেক্ষণ (SIR) - এর কাজ প্রথম শুরু হয় বিহারে। এতে রাজ্যের ৬৫ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়ে। বিষয়টি নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

      সর্বোচ্চ আদালতের সর্বশেষ রায়ও সাধারণ মানুষের পক্ষেই গেছে। ফলে ভারতের নির্বাচন কমিশন ও শাসকদলের মুখ পুড়েছে। এমন সময়ে জাতীয় রাজনীতিতে অনেক বেশি প্রাসঙ্গিকতা ফিরে পেয়েছে জাতীয় কংগ্রেস। বিহার ভোটের প্রাক্কালে ভরা বর্ষায় এই পাকা ফসল ঘরে তুলতে পদযাত্রা করছে কংগ্রেস। আর রাহুল গান্ধিও তাঁর লাগাতার আন্দোলনের সুফল পাবেন বিহার থেকে --- এতে কোনো সন্দেহ নেই। 


No comments:

Post a Comment