Breaking

Wednesday, July 23, 2025

ডুরান্ড কাপের বর্ণাঢ্য উদ্বোধন

ডুরান্ড কাপের বর্ণাঢ্য উদ্বোধন


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিকে বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টের।

         ভারতীয় সেনাবাহিনী আয়োজিত ১৮৮৮ সালে শুরু হওয়া ঐতিহ্যবাহী তথা বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের এবছর ১৩৪ তম প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

         বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিনের উদ্বোধনী ম্যাচে কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে  বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড ক্লাবের খেলা ছিল। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক -  সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

        এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ ছিল পুরুলিয়ার ছৌনাচ ও বাংলার ঐতিহ্যবাহী বাউল গান। সেনার গোর্খা, শিখ রেজিমেন্ট  ও অন্য রেজিমেন্টও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেনাবাহিনীর হেলিকপ্টারও এদিন বর্ণাঢ্য শো করে।


No comments:

Post a Comment