ফের এটিএম লুঠ শিলিগুড়িতে
রাত তিনটা নাগাদ শিলিগুড়ির আশিঘর পুলিশ ফাঁড়ির অন্তর্গত ইস্টার্ন বাইপাসের লোকনাথ মন্দির এলাকায় একটি এসবিআই এটিএম লুঠের ঘটনা ঘটে।
সেইসময় জাতীয় সড়কে পেট্রোলরত পুলিশের একটি গাড়ি এটিএম লুটেরাদের গাড়িকে দেখতে পেয়ে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে মাটিগাড়ার হিমাচল বিহার এলাকায় পৌঁছে ওই গাড়িটি ফেলে দুষ্কৃতীরা অন্য একটি গাড়িতে লুঠ করা টাকা নিয়ে বিহারের দিকে চম্পট দেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার আশিঘর পুলিশ লুটেরাদের ফেলে যাওয়া গাড়িটি আটক করেছে। এই ঘটনায় বুধবার সকাল থেকে পুলিশি তদন্ত শুরু হয়েছে। মোট কত টাকা লুঠ হয়েছে তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। এদিন ব্যাংক কর্তৃপক্ষ ও এটিএম ভেন্ডারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুখে কাপড় বেঁধে একদল দুষ্কৃতী ওই এটিএমে ঢোকে। তারা সেখানে থাকা সিসিটিভিতে স্প্রে করে গ্যাসকাটার দিয়ে এটিএম মেশিন কেটে ট্রের মধ্যে থাকা টাকা লুঠ করে।
প্রসঙ্গত, কিছুদিন আগেও শিলিগুড়ির প্রধাননগর থানার চম্পাসারি মোড়ে দুষ্কৃতীরা একটি এটিএমে হানা দিয়েছিল। সেখান থেকে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা লুঠ করে চম্পট দিয়েছিল ওই দুষ্কৃতীর দল।
পরে তদন্তে নেমে শিলিগুড়ি পুলিশ হরিয়ানার দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধারে সমর্থ হয়েছিল। এদিনের এটিএম লুঠের ঘটনায় কোন দুষ্কৃতীরা জড়িত রয়েছে তা জানতে জোর তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।
No comments:
Post a Comment