Breaking

Tuesday, July 22, 2025

"এটি কলি, দুটি পাত" : সাধু উদ্যোগ

"এটি কলি, দুটি পাত" : সাধু উদ্যোগ।


এটি কলি দুটি পাত : সাধু উদ্যোগ। একে বাংলায় বলে দুটি পাতা, একটি কুঁড়ি। উত্তরবঙ্গের পাহাড়, তরাই আর ডুয়ার্সের চা বাগানে এটা বহুলপ্রচলিত কথা। 

       অসমে একেই "এটি কলি, দুটি পাত" বলা হয়। অসমের চা বাগানেও এটি খুবই প্রচলিত কথা। আর মঙ্গলবার অসমের প্রায় সাত লক্ষ চা শ্রমিকের স্বার্থে এই মহতী প্রকল্পের অনুমোদন দিল রাজ্য মন্ত্রীসভা। 

       এই প্রকল্পে বছরে ৩৪২ কোটি টাকা ব্যয় করা হবে। এই অর্থে রাজ্যের প্রায় সাত লক্ষ চা শ্রমিক ও কর্মচারী বছরে এককালীন পাঁচ হাজার টাকা করে অনুদান পাবেন। 

        প্রসঙ্গত, গত ১৮ জুলাই অসম মন্ত্রীসভায় এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছিল। কল্যাণমূলক প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় হাসি ফুটেছে অসমের চা শ্রমিক - কর্মচারীদের মুখে।

No comments:

Post a Comment