আইসির অপসারণ দাবি
আইসির অপসারণ দাবি : বংশীহারীর আইসি অসীম গোপ "চড়" মেরেছিলেন মাজিদুর সরদারকে। সেদিন ছিল ৯ জুলাই। আজ, বৃহস্পতিবার ২৪ জুলাই। ক্যালেন্ডার বলছে, একপক্ষ চলে গেছে। কিন্তু ওই পুলিশকর্তা আছেন "বহাল তবিয়তে"। আজ তাঁর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছে সিপিআইএম। এদিন তারা বুনিয়াদপুর শহরে বিক্ষোভ মিছিল ও এসডিপিও-কে স্মারকলিপি জমা দিয়ে আইসি অসীম গোপের দ্রুত অপসারণ চেয়েছে। প্রসঙ্গত, সিপিআইএম - এর ডাকে গত ৯ জুলাই ছিল সারা ভারত বনধ। সেদিন বনধের সমর্থনে দলীয় নেতা - কর্মীদের সঙ্গে পথে নেমেছিলেন মাজিদুরও। তখনই এই অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। এই ঘটনার নিন্দায় অনেকেই সরব হয়েছিলেন।
No comments:
Post a Comment