আক্রান্ত নেপালি সংবাদমাধ্যম, তীব্র নিন্দা
আক্রান্ত নেপালি সংবাদমাধ্যম, তীব্র নিন্দা
জেন জি-র সরকারবিরোধী বিক্ষোভ ও ধংসাত্মক আন্দোলনে মঙ্গলবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে নেপালি সংবাদমাধ্যম। এদিন ফেডারেশন অব নেপালি জার্নালিস্ট -এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। নীচে দেখুন সেই বিষয়ে এক্সক্লুসিভ রিপোর্ট ইংরেজি, বাংলা ও নেপালি ভাষায়
Federation of Nepal Journalists has condemned the vandalism of various communication houses, branches of Journalists Federation, fire and vandalism of vehicles of communication media.
According to the federation, the following incidents of press freedom took place on Tuesday the second day of Zen-G's demonstration.
1. Kantipur Media Group at Thapathali and Kantipur Television office building vandalized and fire
2. Vandalism and fire at Annapurna Post office building located in Tinakune
3. Fire in News 24 vehicle in Maharajganj, live device and camera snatched.
4. Stone in the building of Federation Saptari branch
5.. Fire in the office building of the press center at Babarmahal
6. Radio Jagaran building in Butwal demolished
7. Vandalism and fire of Public Broadcasting Service Office at Singhadurbar
নেপালের সাংবাদিকদের সংগঠন ফেডারেশন অব নেপাল জার্নালিস্টস (Federation of Nepal Journalists) যোগাযোগ মাধ্যম, সাংবাদিক ফেডারেশনের শাখা, এবং গণমাধ্যমের যানবাহনের ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার নিন্দা করেছে। সংগঠনটির মতে, মঙ্গলবার অর্থাৎ জেন-জি-এর প্রতিবাদের দ্বিতীয় দিনে এই ঘটনাগুলি ঘটে। ক্ষতিগ্রস্ত স্থানগুলির মধ্যে রয়েছে: থাপাতালিতে কান্তিপুর মিডিয়া গ্রুপ ও কান্তিপুর টেলিভিশন, টিনাকুনে অন্নপূর্ণা পোস্ট, মহারাঝঞ্জ। নিউজ ২৪-এর গাড়ি, সপ্তারি শাখায় সাংবাদিক ফেডারেশন ভবন, বাবরমহল-এর প্রেস সেন্টার, বুটওয়ালের রেডিও জাগরণ এবং সিঙ্গাদুরবারের পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস অফিস।
ঘটনার বিবরণ:
কান্তিপুর মিডিয়া গ্রুপ (থাপাতালি):
কান্তিপুর মিডিয়া গ্রুপ ও কান্তিপুর টেলিভিশন-এর অফিস ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
অন্নপূর্ণা পোস্ট (টিনাকুন):
অন্নপূর্ণা পোস্ট-এর অফিস ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
নিউজ ২৪-এর গাড়ি (মহারাজগঞ্জ ):
নিউজ ২৪-এর গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয় এবং লাইভ ডিভাইস ও ক্যামেরা ছিনতাই করা হয়।
সাংবাদিক ফেডারেশন (সপ্তারি) :
সপ্তারি শাখায় অবস্থিত সাংবাদিক ফেডারেশনের ভবনে পাথর ছোড়া হয়।
প্রেস সেন্টার (বাবরমাহাল):
প্রেস সেন্টারের অফিস ভবনে অগ্নিসংযোগ করা হয়।
রেডিও জাগরণ (বুটওয়াল):
বুটওয়াল-এ রেডিও জাগরণ-এর ভবন ভেঙে দেওয়া হয়।
পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস (সিঙ্গাদুরবার):
সিঙ্গাদুরবার-এর পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস-এর অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।