Breaking

Tuesday, September 9, 2025

September 09, 2025

আক্রান্ত নেপালি সংবাদমাধ্যম, তীব্র নিন্দা

 আক্রান্ত নেপালি সংবাদমাধ্যম, তীব্র নিন্দা


জেন জি-র সরকারবিরোধী বিক্ষোভ ও ধংসাত্মক আন্দোলনে মঙ্গলবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে নেপালি সংবাদমাধ্যম। এদিন ফেডারেশন অব নেপালি জার্নালিস্ট -এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। নীচে দেখুন সেই বিষয়ে  এক্সক্লুসিভ রিপোর্ট ইংরেজি, বাংলা ও নেপালি ভাষায়

Federation of Nepal Journalists has condemned the vandalism of various communication houses, branches of Journalists Federation, fire and vandalism of vehicles of communication media.

According to the federation, the following incidents of press freedom took place on Tuesday the second day of Zen-G's demonstration.

1. Kantipur Media Group at Thapathali and Kantipur Television office building vandalized and fire

2. Vandalism and fire at Annapurna Post office building located in Tinakune

3. Fire in News 24 vehicle in Maharajganj, live device and camera snatched.

4. Stone in the building of Federation Saptari branch

5.. Fire in the office building of the press center at Babarmahal

6. Radio Jagaran building in Butwal demolished

7. Vandalism and fire of Public Broadcasting Service Office at Singhadurbar


নেপালের সাংবাদিকদের সংগঠন ফেডারেশন অব নেপাল জার্নালিস্টস (Federation of Nepal Journalists) যোগাযোগ মাধ্যম, সাংবাদিক ফেডারেশনের শাখা, এবং গণমাধ্যমের যানবাহনের ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার নিন্দা করেছে। সংগঠনটির মতে, মঙ্গলবার অর্থাৎ জেন-জি-এর প্রতিবাদের দ্বিতীয় দিনে এই ঘটনাগুলি ঘটে। ক্ষতিগ্রস্ত স্থানগুলির মধ্যে রয়েছে: থাপাতালিতে কান্তিপুর মিডিয়া গ্রুপ ও কান্তিপুর টেলিভিশন, টিনাকুনে অন্নপূর্ণা পোস্ট, মহারাঝঞ্জ। নিউজ ২৪-এর গাড়ি, সপ্তারি শাখায় সাংবাদিক ফেডারেশন ভবন, বাবরমহল-এর প্রেস সেন্টার, বুটওয়ালের রেডিও জাগরণ এবং সিঙ্গাদুরবারের পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস অফিস। 

ঘটনার বিবরণ: 

কান্তিপুর মিডিয়া গ্রুপ (থাপাতালি):

কান্তিপুর মিডিয়া গ্রুপ ও কান্তিপুর টেলিভিশন-এর অফিস ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

অন্নপূর্ণা পোস্ট (টিনাকুন):

অন্নপূর্ণা পোস্ট-এর অফিস ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

নিউজ ২৪-এর গাড়ি (মহারাজগঞ্জ ):

নিউজ ২৪-এর গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয় এবং লাইভ ডিভাইস ও ক্যামেরা ছিনতাই করা হয়।

সাংবাদিক ফেডারেশন (সপ্তারি) :

সপ্তারি শাখায় অবস্থিত সাংবাদিক ফেডারেশনের ভবনে পাথর ছোড়া হয়।

প্রেস সেন্টার (বাবরমাহাল):

প্রেস সেন্টারের অফিস ভবনে অগ্নিসংযোগ করা হয়।

রেডিও জাগরণ (বুটওয়াল):

বুটওয়াল-এ রেডিও জাগরণ-এর ভবন ভেঙে দেওয়া হয়।

পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস (সিঙ্গাদুরবার):

সিঙ্গাদুরবার-এর পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস-এর অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।


September 09, 2025

তবুও অশান্ত কান্তিপুর

 তবুও অশান্ত কান্তিপুর 




সোশ্যাল মিডিয়া ব্যান প্রত্যাহার করা হয়েছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মদেশ প্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। তবুও অশান্ত কান্তিপুর নেপাল। বিক্ষোভকারীরা এদিন সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। তারা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে আগুন দিয়েছে, আগুনে পুড়েছে বিমলেন্দ্র নিধির বাড়িও। তবু শান্তি ফিরছে না কান্তিপুরে। প্রশ্ন উঠছে, এসবের নেপথ্যে কে বা কী রয়েছে ? রাষ্ট্রক্ষমতার পালাবদল? এর আগে সাম্প্রতিক অতীতে সংসদীয় ব্যবস্থার অবসান ঘটিয়ে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে জোর আন্দোলন হয়েছিল নেপালে। এবারের আন্দোলন অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। বিক্ষোভে নাশকতা, হিংস্রতার অনুপ্রবেশ ঘটায় ১৪/১৫ মাস আগের বাংলাদেশের শাসকবিরোধী আন্দোলন ও শেখ হাসিনার সরকার পতনের স্মৃতি উস্কে দিচ্ছে নেপালের এবারের আন্দোলন। প্রসঙ্গত, নেপাল শুধু ভারতের প্রতিবেশী রাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গেরও প্রতিবেশী বন্ধুদেশ। এই দেশ অশান্ত হলে তার প্রত্যক্ষ প্রভাব পড়বে এই রাজ্যেও। তাই সতর্ক থাকতে হবে আমাদেরও।

Monday, September 1, 2025

September 01, 2025

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ৩৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

 শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ৩৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ


ঢাকা, ১ সেপ্টেম্বর (বাসস ) : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলার আজ পর্যন্ত ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে।

       বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১ - এ আজ সাংবাদিক, চিকিৎসকসহ ছয়জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। আগামীকাল এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আজকের আগে নয় দিনে এই মামলায় ২৯ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়।

       ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজি এসএইচ তামিম শুনানি করেন। এ সময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এদিকে এই মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেফতার হয়ে পরে রাজসাক্ষী হওয়া প্রাক্তন আইজিপি চৌধুরি আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

        মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পূর্বতন আইজিপি চৌধুরি আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্‌ঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে প্রাক্তন আইজিপি চৌধুরি আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করে ট্র্যাইব্যুনাল।

        এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দু’টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

         গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।


September 01, 2025

জান্তার নির্বাচন পরিকল্পনায় "সমর্থন" ভারতের, ট্রাম্প - মোদি উভয়ের নজরে মায়ানমারের বিরল খনিজ

 জান্তার নির্বাচন পরিকল্পনায় "সমর্থন" ভারতের

ট্রাম্প - মোদি উভয়ের নজরে মায়ানমারের বিরল খনিজ



         সাড়ে চার বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত মায়ানমারে ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে দল পাঠাবে ভারত। মায়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে। সমালোচকদের দৃষ্টিতে আগেই ‘প্রহসন’ হিসেবে খ্যাত এই নির্বাচনের প্রতি সমর্থনের ইঙ্গিত দিল নয়াদিল্লি।

         চিনে রবিবার অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মায়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে আন্তর্জাতিক পরিসরে প্রায় বিচ্ছিন্ন থাকা হ্লাইংয়ের জন্য এটি ছিল বিরল কূটনৈতিক সম্পৃক্ততা। রাষ্ট্র পরিচালিত 'গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার' জানিয়েছে, ‘বৈঠকে উভয় দেশের সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণ, বাণিজ্য সম্প্রসারণ, বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করার পদক্ষেপ নিয়ে মতবিনিময় হয়েছে।’

        প্রায় সাড়ে চার বছর আগে নোবেলজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ‘ভোট জালিয়াতির’ অভিযোগে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর পরই দক্ষিণ-পূর্ব এশিয়ার দারিদ্র্যপীড়িত দেশ মায়ানমারে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তীকালীন জান্তা-সমর্থিত প্রশাসন দেশের ৩০০-র বেশি আসনে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে কিছু এলাকা বর্তমানে বিরোধী সশস্ত্র গোষ্ঠীর দখলে রয়েছে।

          ভারতের বিদেশমন্ত্রক রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, মোদি আশাপ্রকাশ করেছেন, মায়ানমারের আসন্ন নির্বাচন হবে ‘সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক, যেখানে সব পক্ষের অংশগ্রহণ থাকবে'। এর আগের দিন মিন অং হ্লাইং চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন। তবে চলমান সংঘাতের মধ্যে এই নির্বাচন আয়োজন কঠিন হয়ে দাঁড়াতে পারে। গত বছর ভোটার তালিকা তৈরির জন্য পরিচালিত জাতীয় শুমারিতে সেনা-সমর্থিত কর্তৃপক্ষ ৩৩০টি টাউনশিপের মধ্যে মাত্র ১৪৫টি এলাকায় সমীক্ষা সম্পন্ন করতে পেরেছিল।

      এখন পর্যন্ত নয়টি দল জাতীয় পর্যায়ে ও ৫৫টি দল প্রাদেশিক পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এসব দল সেনা-সমর্থিত নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছে। তবে সেনাবিরোধী দলগুলিকে হয় নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে অথবা তারা বর্জনের ডাক দিয়েছে। পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই নির্বাচন আসলে সেনাশাসকদের ক্ষমতা পাকাপোক্ত করার প্রচেষ্টা, যেখানে তাদের প্রভাবশালী মিত্রদের মাধ্যমে শাসন টিকিয়ে রাখার পথ তৈরি হবে।

      এদিকে, খনিজের লোভে মায়ানমারে কৌশলগত ভুলের পথে চলেছেন মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প। মায়ানমারের বিরল খনিজে নজর দিয়েছেন তিনি। সোমবার মায়ানমারের স্বতন্ত্র সংবাদমাধ্যম 'দ্য ইরাবতী' প্রকাশিত খবরেও স্পষ্ট জানা গেছে যে মায়ানমারের বিরল খনিজের প্রতি নজর দিয়েছেন নরেন্দ্র মোদিও। আবার সোশ্যাল মিডিয়া পোস্টেও মোদি লিখেছেন, "আমি আর জুন্তা বস কতগুলি ব্যাপারে সহমত হয়েছি। বাণিজ্য , যোগাযোগ, নিরাপত্তা, শক্তি সম্পদ, বিরল খনিজ উত্তোলন ইত্যাদি ক্ষেত্রে একসঙ্গে কাজ করার জন্য চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য আমরা মতৈক্যে পৌঁছেছি। এতে এই ক্ষেত্রগুলির আরও প্রসার হবে।"

         আসলে এশিয়া মহাদেশে চিনের পর মায়ানমারেই সবচেয়ে বেশি বিরল খনিজ বা খনিজ মৌল মজুত রয়েছে। উচ্চপ্রযুক্তির দ্রব্য নির্মাণ, যুদ্ধাস্ত্র নির্মাণ, মহাকাশ গবেষণার যানবাহন ও সামগ্রী প্রস্তুতির কাজে এই খনিজের ব্যাপক চাহিদা রয়েছে। ভারতের মধ্যপ্রদেশে সম্প্রতি এর সন্ধান মিললেও ভারতও এখন আমেরিকার মতো চিন নির্ভরতা কমিয়ে মায়ানমারের দিকে ঝুঁকে পড়ছে। কারণ উদীয়মান ভারতে এই বিরল খনিজের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। অন্যদিকে, সম্প্রতি মায়ানমারে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসন কাচিন রাজ্যের রাজধানী মিচিনা সফর করেন। এই সফরের বিষয়ে তাঁর মুখপাত্র বলেন, সফরের মাধ্যমে তিনি স্থানীয় সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আরও ভালোভাবে বুঝতে চান। চিন সীমান্তে অবস্থিত এই রাজ্য বিরল খনিজের ভাণ্ডার। চিনা প্রভাববলয়ের মধ্যে অবস্থিত মায়ানমারের খনিজে ট্রাম্পের এই আসক্তি যুক্তরাষ্ট্রের ভুল কৌশলগত পদক্ষেপের আশু পরিস্থিতি তৈরি করেছে।

       প্রসঙ্গত, মায়ানমারে বিশ্বের তৃতীয় বৃহত্তম বিরল খনিজের মজুত রয়েছে। টানা কয়েক বছর ধরে গৃহযুদ্ধ চলছে। জান্তা সরকার অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ কার্যত হারিয়েছে। এই পরিস্থিতির মধ্যে ট্রাম্প প্রশাসন মিয়ানমারের বিরল মৃত্তিকা খনিজে প্রবেশাধিকারের সম্ভাবনা খতিয়ে দেখছে। এই লক্ষ্যে মায়ানমারের কাচিন রাজ্যের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মিকে (কেআইএ) সহায়তা দেওয়া থেকে শুরু করে জান্তা সরকারের কার্যত প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার চেষ্টাও চালিয়ে যাওয়ার মতো উদ্যোগ নেওয়া হচ্ছে গোপনে।


September 01, 2025

তীব্র ভূমিকম্প, আফগানিস্তানে মৃত ছয় শতাধিক

 তীব্র ভূমিকম্প, আফগানিস্তানে মৃত ছয় শতাধিক





আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে তীব্র ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। আহত আরও এক হাজারের বেশি মানুষ। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশি সংবাদ সংস্থার খবরে সোমবার এই তথ্য জানা গেছে।

       রেডিও অ্যান্ড টেলিভিশন অব আফগানিস্তানের (আরটিএ) বিবৃতি দিয়ে খবরে বলা হয়েছে, দুর্গম এলাকায় সীমিত যোগাযোগব্যবস্থা নিয়ে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ক্ষয়ক্ষতির পূর্ণচিত্র জানতে ও ত্রাণসহায়তা দিতে তাঁরা তৎপর। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা জানিয়েছেন, এখন পর্যন্ত মৃত ও আহতের যে হিসাব পাওয়া গেছে তা প্রাথমিক, উদ্ধার তৎপরতা চলছে।

        মার্কিন ভূতাত্ত্বিক সর্বক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহর থেকে ১৭ মাইল দূরে স্থানীয় সময় রবিবার রাত ১২টার দিকে আঘাত হানে।

       আফগান জনস্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র শরাফত জামান জানান, ভূমিকম্পটি দুর্গম পার্বত্য এলাকায় হওয়ায় প্রাণহানি ও পরিকাঠামোগত ক্ষতির সঠিক তথ্য পেতে সময় লাগবে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই কাজে শত শত মানুষ নিয়োজিত হয়েছে।

        বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পটি মাত্র পাঁচ মাইল বা আট কিলোমিটার গভীরতায় আঘাত হানায় এর ক্ষয়ক্ষতি ভয়াবহ হয়েছে। কারণ অগভীর ভূমিকম্প তুলনামূলকভাবে বেশি ধ্বংসাত্মক হয়। জানা গেছে, রিখটার স্কেলে মূল কম্পনটির মাত্র ছিল ৬। মূল কম্পনের পর আরও অন্তত তিনটি আফটার শক অনুভূত হয়েছে। সেগুলির মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

          ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়।


Sunday, August 31, 2025

August 31, 2025

ত্রিমূর্তি



 ত্রিমূর্তি 

এই তিন রাষ্ট্রনেতার দিকে এখন সারাবিশ্বের নজর। আরও স্পষ্ট করে বললে গোটা ইউরোপ ও আমেরিকা তাকিয়ে আছে এঁদের কৌশলগত সিদ্ধান্ত তথা আগামী পদক্ষেপের দিকে। এর চেয়েও সহজ কথা সহজ করে বললে --- রাশিয়া, চিন আর ভারত এই তিন এশীয় দেশ পারস্পরিক স্বার্থ, সহযোগিতা, বিশ্বশান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করলে আর এক্ষেত্রে কোনও ক্ষুদ্র স্বার্থ বাধা না হলে আগামী দিনের বিশ্বরাজনীতি, কূটনীতি তথা বিশ্বব্যবস্থার সব সমীকরণ বদলে যাবে। কিন্তু বড়দার দেশের ইচ্ছা, স্বার্থ, দাদাগিরি ও ইউরোপীয় কূটনীতি এই তিন এশীয় দেশের কাছাকাছি আসার ক্ষেত্রে বরাবর ব্যাঘাত ঘটায় । এরপরও এরা একযোগে কাজ করলে এশিয়া ও আফ্রিকা মহাদেশে তথা বিশ্বজুড়ে মার্কিন দাদাগিরি, সন্ত্রাসে মদত, যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ হতে বাধ্য। প্রসঙ্গত, চিনের তিয়ানজিঙে এসসিও শীর্ষ সম্মেলনের অবসরে এই ছবি ধরা পড়েছে।


August 31, 2025

মোদি - জিনপিং বৈঠক



 মোদি - জিনপিং বৈঠক 

এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিনের তিয়ানজিন শহরে এদিন নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে বৈঠক হয়। বৈঠকে মোদি তাঁর বক্তব্যে যা বলেছেন ---