তবুও অশান্ত কান্তিপুর
সোশ্যাল মিডিয়া ব্যান প্রত্যাহার করা হয়েছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মদেশ প্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। তবুও অশান্ত কান্তিপুর নেপাল। বিক্ষোভকারীরা এদিন সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। তারা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে আগুন দিয়েছে, আগুনে পুড়েছে বিমলেন্দ্র নিধির বাড়িও। তবু শান্তি ফিরছে না কান্তিপুরে। প্রশ্ন উঠছে, এসবের নেপথ্যে কে বা কী রয়েছে ? রাষ্ট্রক্ষমতার পালাবদল? এর আগে সাম্প্রতিক অতীতে সংসদীয় ব্যবস্থার অবসান ঘটিয়ে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে জোর আন্দোলন হয়েছিল নেপালে। এবারের আন্দোলন অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। বিক্ষোভে নাশকতা, হিংস্রতার অনুপ্রবেশ ঘটায় ১৪/১৫ মাস আগের বাংলাদেশের শাসকবিরোধী আন্দোলন ও শেখ হাসিনার সরকার পতনের স্মৃতি উস্কে দিচ্ছে নেপালের এবারের আন্দোলন। প্রসঙ্গত, নেপাল শুধু ভারতের প্রতিবেশী রাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গেরও প্রতিবেশী বন্ধুদেশ। এই দেশ অশান্ত হলে তার প্রত্যক্ষ প্রভাব পড়বে এই রাজ্যেও। তাই সতর্ক থাকতে হবে আমাদেরও।
No comments:
Post a Comment