ত্রিমূর্তি
এই তিন রাষ্ট্রনেতার দিকে এখন সারাবিশ্বের নজর। আরও স্পষ্ট করে বললে গোটা ইউরোপ ও আমেরিকা তাকিয়ে আছে এঁদের কৌশলগত সিদ্ধান্ত তথা আগামী পদক্ষেপের দিকে। এর চেয়েও সহজ কথা সহজ করে বললে --- রাশিয়া, চিন আর ভারত এই তিন এশীয় দেশ পারস্পরিক স্বার্থ, সহযোগিতা, বিশ্বশান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করলে আর এক্ষেত্রে কোনও ক্ষুদ্র স্বার্থ বাধা না হলে আগামী দিনের বিশ্বরাজনীতি, কূটনীতি তথা বিশ্বব্যবস্থার সব সমীকরণ বদলে যাবে। কিন্তু বড়দার দেশের ইচ্ছা, স্বার্থ, দাদাগিরি ও ইউরোপীয় কূটনীতি এই তিন এশীয় দেশের কাছাকাছি আসার ক্ষেত্রে বরাবর ব্যাঘাত ঘটায় । এরপরও এরা একযোগে কাজ করলে এশিয়া ও আফ্রিকা মহাদেশে তথা বিশ্বজুড়ে মার্কিন দাদাগিরি, সন্ত্রাসে মদত, যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ হতে বাধ্য। প্রসঙ্গত, চিনের তিয়ানজিঙে এসসিও শীর্ষ সম্মেলনের অবসরে এই ছবি ধরা পড়েছে।
No comments:
Post a Comment