জাপান সফর শেষে চিনে SCO সম্মেলনে মোদি
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে যোগ দিতে চিনের তিয়ানজিন শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর এখানে বসবে SCO শীর্ষ সম্মেলন।
এবারের SCO সম্মেলন এযাবৎকালের মধ্যে বৃহত্তম বলে জানা গেছে। এবার সদস্য রাষ্ট্র ছাড়াও আরও কিছু দেশ এখানে অংশ নিচ্ছে।
বিশ্বের অর্ধেক জনসংখ্যার প্রতিনিধিত্ব করে SCO, এবারের সম্মেলনে যোগ দিচ্ছে নিম্নলিখিত দেশগুলি ---
*** একনজরে ২০২৫ এসসিও শীর্ষ সম্মেলন ***
আয়োজক দেশ -- চিন *** তারিখ -- ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৫ *** শহর -- তিয়ানজিন।
*** অংশগ্রহণকারীরা
চিন, বেলারুশ, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, মিশর, ইন্দোনেশিয়া,লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল ও তুরস্ক।
No comments:
Post a Comment