Breaking

Tuesday, August 12, 2025

জঙ্গি সংগঠনের তকমা : জোর প্রতিবাদ বালোচদের

 জঙ্গি সংগঠনের তকমা : জোর প্রতিবাদ বালোচদের 




বিশেষ প্রতিবেদন : মার্কিন যুক্তরাষ্ট্র (আমেরিকা) বালোচ লিবারেশন আর্মি ও তার সহযোগী সংগঠন মজিদ ব্রিগেডকে "বিদেশি জঙ্গি সংগঠন" - এর তকমা দেওয়ার জোর প্রতিবাদ জানিয়েছেন স্বাধীনতাকামী বালোচরা। 

        বালোচদের পক্ষ থেকে এই আন্দোলনের বর্তমান সময়ের মূল কাণ্ডারি তথা লেখক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মির ইয়ার বালোচ এর জোর প্রতিবাদ জানান। আজ, মঙ্গলবার তিনি এক এক্স বার্তায় এই প্রতিবাদ জানিয়েছেন। এখানে আমেরিকার সেই প্রেস বিবৃতি ও তার জবাব হিসেবে মির ইয়ার বালোচের বিবৃতি তুলে ধরা হল। 

       প্রসঙ্গত, গত ১৪ মে বালোচ লিবারেশন আর্মি ( BLA ) ও বালোচভূমির জনগণের পক্ষ থেকে মির ইয়ার বালোচ সেদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। দাবি করা হয়, এই অঞ্চল এখন পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে তাঁরা নিজেদের স্বীকৃতির দাবি এমনকি দূতাবাস খুলতে চেয়ে আবেদনও জানিয়েছেন। এমন সময় আমেরিকা পাকিস্তানকে কূটনৈতিক বার্তা দিয়ে তাদের কাছে টানার চেষ্টা করেছে। 

       আমেরিকার আসল উদ্দেশ্য, বালোচভূমির মাটির তলায় থাকা দেশের সিংহভাগ খনিজ তেল, গ্যাস, তামা, সোনা ইত্যাদি সম্পদে ভাগ বসানো। আর কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প স্বয়ং বলেছেন যে পাকিস্তানের খনিজ তেল উত্তোলন ও এর উন্নয়নে সেদেশের সঙ্গে একযোগে কাজ করবে আমেরিকা। এরপর আমেরিকা এমন সময়ে বলোচদের জঙ্গি তকমা দিল যখন পাক সেনাপ্রধান আসিম মুনির দ্বিতীয় বারের জন্য আমেরিকা সফর করছেন। 

       এছাড়াও ভারতের সঙ্গে অত্যধিক রপ্তানি শুল্ক ইস্যুতে সম্পর্কের অবনতি হওয়ায় এখন পাকিস্তানকে কাছে টানা আমেরিকার জন্য অত্যন্ত জরুরি। কারণ এই অঞ্চলের তিন বৃহৎ বিশ্বশক্তি ভারত, চিন ও রাশিয়া এখন একই ইস্যুতে অনেক কাছাকাছি পৌঁছে গেছে।


No comments:

Post a Comment