পুলিশি 'হেনস্তা' অসুস্থ মিতালী বাগ
অসুস্থ সাংসদ মিতালী বাগের চিকিৎসা চলছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পুলিশি হেনস্তার মুখে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এদিন সংসদ ভবন চত্বরে কংগ্রেস, তৃণমূল সমেত বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা "ভোটচুরি" নিয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন। তাঁরা এরপর নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে রওয়ানা হলে দিল্লি পুলিশ তাঁদের পথ আটকায়। পরে তাঁদের নির্বাচন কমিশনে নিয়ে যাওয়ার নাম করে থানায় আটক করে রাখা হয় বলে এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ সায়নী ঘোষ অভিযোগ করেন। পুলিশ তাঁদের দুপুর দুইটার পর ছেড়ে দেয় বলে দাবি করেন সায়নী। এই পুলিশি "হেনস্তার" মুখে পড়ে সাংসদ মিতালী বাগ অসুস্থ হয়ে পড়েন। ছাড়া পাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিতালীকে। সেখানে চিকিৎসকরা তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেন।
No comments:
Post a Comment