অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বেশ কিছুদিন ধরে নিম্ন অসমের বিটিআর নির্বাচনের প্রচারে ব্যস্ত। এদিনও তিনি নির্বাচনি সভায় ভাষণ, জনসংযোগ আর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত রয়েছেন।
এমন সময় কিছুক্ষণ আগেই একটি অগ্রণী অসমিয়া টিভি চ্যানেলের ডিজিটাল সংস্করণে তাঁকে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনার খবর প্রচারিত হয়েছে।
ওই খবরের স্ক্রিনশট নীচে ছবির আকারে দেওয়া হলো। সেইসঙ্গে বাংলা করে দেওয়া হচ্ছে বাংলাভাষীদের বোঝার সুবিধার জন্য।
1) মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে হানি ট্রাপিং - এর ভয়ংকর ষড়যন্ত্র।
2) ঝাড়খণ্ডের দুইজন মহিলা এসেছিলেন মুখ্যমন্ত্রীর কার্যালয়ে।
3) ওই দুই মহিলা মিষ্টিকথায় মুখ্যমন্ত্রীকে প্রলোভনের চেষ্টা করেন।
4) মুখ্যমন্ত্রী ভদ্রভাবে ওই দুই মহিলাকে তাঁর কার্যালয় থেকে বিদায় দিয়েছিলেন।
5) ঝাড়খণ্ডের শীর্ষস্থানীয় কোনো পুলিশ আধিকারিক ওই দুই মহিলাকে এই কাজে টাকা দিয়েছিলেন।
এর নেপথ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই তো...? থাকতেও পারে। আবার অন্য কোনো কারণও থাকতে পারে। পরে নিশ্চয়ই জানা যাবে।
No comments:
Post a Comment