Breaking

Saturday, August 23, 2025

মাখনা চাষিদের সঙ্গে

 মাখনা চাষিদের সঙ্গে 

     রাহুল গান্ধির নেতৃত্বে বিহার জুড়ে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রা চলছে। 

     মুঙ্গেরের পর আজ, শনিবার কাটিহার জেলায় এই যাত্রায় পথসভা, জনসংযোগ ইত্যাদি সম্পন্ন হয়েছে। 

     এরই অবসরে এদিন রাহুল গান্ধি হাজির হয়েছেন মাখনা চাষিদের মাঝে। 

     এদিন তিনি জলে নেমে মাখনা চাষিদের সঙ্গে কথা বলেন। আবার খড়ির উনানে মাখনা ভাজাও দেখলেন, বসে পড়লেন সেখানেও। 

      সবশেষে, একদল মানুষের মাঝে বসে শুনলেন তাদের একদিন প্রতিদিনের নানান কথা।

      তাঁকে দেখে কখনোই মনে হয়নি যে তিনি ভারতের সবচেয়ে খ্যাতনামা রাজনৈতিক পরিবারের উত্তরসূরি।

     কিংবা ব্যক্তি রাহুল বর্তমান ভারতীয় রাজনীতির যে পর্যায়ের নেতা, তাঁর অতিসাধারণ বেশ, আচরণ আর সবার মাঝে মিশে যাওয়ার দক্ষতায় কখনোই ভাবার অবকাশ নেই যে তিনি রাহুল গান্ধি। 

       আসলে আজকাল বেশিরভাগ গ্রামের পঞ্চায়েত প্রধানও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। তাঁরা আজকাল "প্রধান সাহেব"...! 

      আর রাহুল যেন তাঁদের মাঝে গ্রামের উৎসাহী, উদ্যোগী তরুণের মতো...! 






No comments:

Post a Comment