২৬ হাজার চাকরি বাতিল মামলা : রিভিউ পিটিশন খারিজ সুপ্রিমকোর্টে
নয়াদিল্লি, ১৯ আগস্ট : রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ও অন্যরা।
আজ, মঙ্গলবার সেইসব আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট। এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, এই রায় পুনর্বিবেচনার প্রয়োজন নেই। তথ্যাভিজ্ঞ মহলের দাবি, এদিনের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরিতে ফের বহাল হওয়ার রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল।
প্রসঙ্গত, নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে এই বছরের এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির গোটা নিয়োগ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিমকোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফলে চাকরিহারা হন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী।
সুপ্রিমকোর্টের এদিনের পর্যবেক্ষণে বলা হয়েছে, চাকরির পরীক্ষার প্রকৃত ওএমআর শিট মিলছে না। সিবিআই ও বাগ কমিটির রিপোর্টে স্পষ্ট প্রমাণ মিলেছে যে দুর্নীতি হয়েছে।
উল্লেখ্য, ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিমকোর্টে পশ্চিমবঙ্গ সরকার, এসএসসি ও চাকরিহারাদের বিভিন্ন মঞ্চ আবেদন জানায়। এদিন সব আবেদন খারিজ হয়ে গেল আদালতে। ফলে তাঁদের চাকরি ফিরে পাওয়ার আর কোনো আশাই থাকল না।
#SSC_FINAL_VERDICT_26000_TEACHER
No comments:
Post a Comment