রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের দাবিতে সময়সীমা
একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী ঢাকায় রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার অফিস স্থাপনের অনুমোদন বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন।
রবিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাংবাদিক সম্মেলনে তাঁরা এই দাবি জানান। লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউল হক।
তাঁদের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার অফিস সমকামিতাকে ‘অধিকার’ হিসেবে স্বীকৃতি দিয়ে তা প্রমোট করে, যা দেশে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হলে সামাজিক ও পারিবারিক কাঠামো ধ্বংস হবে।
তাঁদের আশঙ্কা, এর ফলে লিঙ্গ পরিবর্তনের প্রবণতা, মানসিক বিকৃতি এবং নৈতিক অবক্ষয় বাড়বে। এমনকি কোটা ব্যবস্থায় নতুন করে ট্রান্সজেন্ডার বা সমকামী কোটার পাশাপাশি ‘সমকামী ইমাম’ কোটাও চালু হতে পারে।
তাঁরা আরও দাবি করেন, এই অফিস দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি করবে এবং বিচ্ছিন্নতাবাদীদের মদত দেবে। এ ছাড়া, রাষ্ট্রপুঞ্জ ধর্ষণ ও হত্যার মতো অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর ঠেকাতে বাধা দেবে বলে তাদের অভিযোগ।
No comments:
Post a Comment