Breaking

Sunday, August 10, 2025

টেকিদের প্রশংসা প্রধানমন্ত্রীর


 টেকিদের প্রশংসা প্রধানমন্ত্রীর

      প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালুরুতে বলেন, আজ দেশের প্রতিটি গ্রামে পৌঁছে গেছে ডিজিটাল সুবিধা। বিশ্বজুড়ে রিয়েল টাইম UPI লেনদেনের মধ্যে ৫০ শতাংশই ভারতে হচ্ছে, যা এক বড়ো মাইলফলক। সরকার ও মানুষের মধ্যেকার ব্যবধান কমাতে প্রযুক্তিকে হাতিয়ার করা হচ্ছে। কারণ ভারতকে বিশ্বব্যাপী প্রতিযোগিতার পাশাপাশি নেতৃত্বও দিতে হবে। তিনি আরও বলেন, “আমাদের শহরগুলো যদি স্মার্ট, দ্রুতগামী ও আধুনিক হয়, তবে আমরা আমাদের লক্ষ্যপথে আরও দৃঢ়ভাবে এগোতে পারব।”

      প্রধানমন্ত্রী বলেন, ‘‘বেঙ্গালুরু হল নতুন ভারতের প্রতীক, যে শহর দেশকে পৌঁছে দিয়েছে বিশ্বমানের আইটি মানচিত্রে।’’ এই সাফল্যের পেছনে এখানকার মানুষের মেধা ও কঠোর পরিশ্রমকেই কৃতিত্ব দেন তিনি। মোদি দেশের উন্নয়নের সামগ্রিক চিত্র তুলে ধরেন। তিনি জানান, ২০১৪ সালে যেখানে মাত্র ৫টি শহরে মেট্রো পরিষেবা ছিল, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ২৪টি শহরে, যার মোট বিস্তৃতি ১,০০০ কিলোমিটার ছাড়িয়েছে। গত ১১ বছরে রেলপথ বিদ্যুতায়ন দ্বিগুণ হয়েছে। বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬০-র বেশি। জাতীয় জলপথ যেমন সম্প্রসারিত হয়েছে, তেমনই ডিজিটাল লেনদেনেও বিপুল অগ্রগতি হয়েছে। বর্তমানে বিশ্বের ৫০% রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনই হচ্ছে ভারতের ইউপিআই-এর মাধ্যমে।

      সরকারি প্রকল্পের উদ্বোধনে রবিবার বেঙ্গালুরু সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তিনি কেএসআর স্টেশন থেকে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। ট্রেনগুলি চলবে বেলগাভি, অমৃতসর হয়ে বৈষ্ণদেবী এবং নাগপুর হয়ে পুনে পর্যন্ত। এছাড়াও প্রধানমন্ত্রী প্রায় ২২ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন, যার আওতায় গঠিত হবে বেঙ্গালুরু মেট্রোর নতুন অরেঞ্জ লাইন। পাশাপাশি, তিনি বেঙ্গালুরুর মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও উদ্বোধন করেন। এই উপলক্ষে কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ইয়োলো লাইনের মেট্রোতে যাত্রাও করেন প্রধানমন্ত্রী।

No comments:

Post a Comment