Breaking

Friday, August 22, 2025

ভোটের রাজনীতি...!

 ভোটের রাজনীতি...!




        মোদির হাত ধরে পথে গড়াল নয়া মেট্রো ট্রেন। শুরুতে এর সলতে পাকিয়ে ছিলেন তখনকার রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই প্রকল্প অনুমোদন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

        মোদি অনেক বিলম্বে ভোটের বাজারে এসে এর উদ্বোধন করলেন। সবাই জানল বর্তমান প্রধানমন্ত্রী এর রূপকার। 

        তাই নয়া মেট্রো প্রকল্পের (সম্প্রসারণ) মতোই ভোটের বাজারে অনেক আগেই বিজেপি আলিপুরদুয়ার আর দুর্গাপুরে "রাজনীতির দোকান" খুলেছিল... ! এদিনও কি আরেকটি "নতুন শোরুম" উদ্বোধন হলো... !!!

No comments:

Post a Comment