Breaking

Friday, August 22, 2025

উৎসবের আবহ....!

 উৎসবের আবহ....!

       






      মেট্রো রেলের সম্প্রসারণে কলকাতায় এসে বাঙালির শারদোৎসবের সূচনাও করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

       তিনি নিজের বক্তব্যের অবসরে বলেন, "দুর্গাপুজো আসছে। কলকাতার কুমোরটুলিতে এখন দুর্গামায়ের প্রতিমা গড়ার ব্যস্ততা শুরু হয়েছে। ..... আস্থা ও আনন্দের  সঙ্গে বিকাশের মিলনে আনন্দ দ্বিগুণ হয়।" 

      এটা যেমন প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল, তেমনি এর সঙ্গে তাল মিলিয়ে উৎসবের কিছু অনুষঙ্গও দেখা গেছে মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানে। 

       এদিন আদিবাসী মেয়েদের নৃত্য, প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার মা তারার প্রতিকৃতি উপহার দেওয়া, দুর্গোৎসবের মতোই নারী - পুরুষ ঢাকির ঢাকের তালে তালে নৃত্য --- এসবই এদিন উৎসবের আবহে প্রাণ সঞ্চার করেছে। 

      আকাশ এখনও মেঘমুক্ত হয়নি, নীলাকাশে সাদা মেঘের স্থায়ী ভেলা ভাসতে এখনও  মাসখানেক বাকি, কাশবন ফুলে ফুলে সাদা হয়ে যেতে আরও কিছুদিন লাগবে, শিউলি ফুলে সেভাবে গাছের ডাল আর পাতা ঢাকা পড়তে এখনও ঢের বাকি।

     তবু প্রধানমন্ত্রীর কলকাতা সফরে শুক্রবার উৎসবের আবহ আগেভাগে তৈরি হয়েই গেল...!

No comments:

Post a Comment