Breaking

Monday, August 25, 2025

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, একই দিনে ভাষণ দেবেন মোদি, শেহবাজ ও ইউনূস

 রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 

 একই দিনে ভাষণ দেবেন মোদি, শেহবাজ ও ইউনূস



       রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

       গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী যুদ্ধ ও উত্তেজনা দক্ষিণ এশিয়াকে পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই সংঘাতের পর প্রথমবারের মতো ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী একই দিনে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন।

      আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় অধিবেশনে এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেদিনই অধিবেশনে ভাষণ দেওয়ার কথা ইউনূসের। রাষ্ট্রপুঞ্জ প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী, মোদির পর বক্তব্য পেশ করবেন শেহবাজ। এতে ইসলামাবাদের ক্ষেত্রে সরাসরি দিল্লির বক্তব্যের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হবে।

       প্রসঙ্গত,পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই দলে থাকবেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমি। এ বছরের মূল প্রতিপাদ্য হলো— “একসাথে ভালো : শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছরও আরও বেশি।”

        পর্যবেক্ষকরা মনে করছেন, নরেন্দ্র মোদি ও শেহবাজ শরিফের একের পর এক বক্তব্য দুই দেশের অবস্থানের পার্থক্য স্পষ্ট করে তুলবে। ধারণা করা হচ্ছে, ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেবে। আর পাকিস্তান সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে কাশ্মীর ও আঞ্চলিক শান্তিকে মূল ইস্যু করবে।

      পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, “বিশ্ব দেখেছে দক্ষিণ এশিয়া কত দ্রুত সংঘাতে জড়িয়ে পড়তে পারে। কাশ্মীর সমস্যার ন্যায়সংগত সমাধান ছাড়া জাতিসংঘের শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের প্রতিশ্রুতি আমাদের অঞ্চলে কখনো পূর্ণ হবে না।”

      বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপুঞ্জের এবারের অধিবেশন সাম্প্রতিক বছরগুলির মধ্যে সবচেয়ে ব্যস্ত কূটনৈতিক মৌসুম হয়ে উঠবে। কারণ এইসময় গাজায় ইজরায়েলের যুদ্ধ, ইউক্রেন সংঘাতের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব এখনও রয়েছে।

No comments:

Post a Comment