আরাকান আর্মির প্রধানের বিরল দর্শন
আরাকান আর্মির প্রধান Tun Myat Naing স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছেন, তাদের সুবিধা, অসুবিধা ও সমস্যার কথা শুনছেন।
এই এলাকাটি দেশের রাখাইন সেনার নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় মানুষজনের দ্বারা ও সমাজমাধ্যমে ছাড়িয়ে পড়া ছবিতে আরাকান আর্মির প্রধানের এই প্রকাশ্য উপস্থিতি লক্ষ করা গেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে আরাকানের (রাখাইন প্রদেশ) বৃহৎ এলাকা এই সশস্ত্র বাহিনীর দখলে। এপর্যন্ত এখানকার ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি আরাকান আর্মির দখলে এসেছে।
তাদের লক্ষ্য পুরো আরাকানকে মায়ানমারের জুন্টা বাহিনীর নিয়ন্ত্রণমুক্ত করে পৃথক রাখাইন দেশ প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে আরাকান আর্মি সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে।
অবশ্য ওপর থেকে মায়ানমারের জুন্টা শাসকের মিসাইল আর বোমা এসে পড়ছে আরাকানের মাটিতে। এতে সাধারণ মানুষ খুব একটা সুখে নেই আরাকানে।
দলে দলে মানুষ পালিয়ে এসে আশ্রয় নিচ্ছে পাশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি সহ বাংলাদেশের বিভিন্ন অংশে।
এদের মধ্যে রোহিঙ্গা মুসলিম ছাড়াও রয়েছে নিরীহ ও হিংসার শিকার বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনও। অনেকে উত্তরপূর্ব ভারতের মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায়ও ঢুকছে।
No comments:
Post a Comment