নির্বাচন কমিশনের সহায়তায় ৭০–৮০টি আসনে ভোট চুরি, নইলে প্রধানমন্ত্রী হতে পারতেন না মোদি : রাহুল
বিশেষ প্রতিবেদন : বিস্ফোরক দাবি করলেন রাহুল গান্ধি । ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে জেতাতে নির্বাচন কমিশনের সহায়তায় অন্তত ৭০ থেকে ৮০টি আসনে ভোট চুরি হয়েছে বলে দাবি করল কংগ্রেস দল। নয়াদিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেন রাহুল। তিনি বলেন, “ইসি ভোট চুরি না করলে প্রধানমন্ত্রী হতে পারতেন না নরেন্দ্র মোদি।”
তাঁর আরও দাবি, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভা ভোটের সময় থেকেই আমাদের সন্দেহ তৈরি হয় এবং কর্ণাটক ও মহারাষ্ট্রে সেই সন্দেহ দৃঢ় হয়। কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে এক লক্ষের বেশি ভোট চুরির অভিযোগ তুলে রাহুল জানান, কংগ্রেস ওই লোকসভা আসনে মাত্র ৩২ হাজার ভোটে হেরেছিল। অথচ মহাদেবপুরা বাদে বাকি সব কেন্দ্রেই কংগ্রেস এগিয়ে ছিল। দলের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট তথ্য তুলে ধরে রাহুল জানান, শুধু মহাদেবপুরায় ৪০ হাজার ভুয়া ঠিকানা, ১২ হাজার ডুপ্লিকেট ভোটার, ১০ হাজার ৫০০ ভোটার একই ঠিকানায় নিবন্ধিত, ৪ হাজার ছবিহীন ভোটার কার্ড এবং সাড়ে ৩৩ হাজার ফর্ম-৬ এর অপব্যবহারের প্রমাণ মিলেছে।
রাহুলের অভিযোগ, এই কারচুপি না হলে কংগ্রেস কর্ণাটকে ১৬টি আসনে জয়লাভ করত, অথচ পেয়েছে মাত্র ৯টি। মহারাষ্ট্র নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন তিনি। রাহুল বলেন, সেখানে মাত্র পাঁচ মাসে ৪০ লাখ নতুন ভোটারের নাম যুক্ত করা হয়, যার প্রভাব পড়ে বিধানসভা নির্বাচনে। যেখানে লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’ জোট ৩০টি আসনে জয়ী হয়, সেখানে বিধানসভা ভোটে বিরোধীরা ৫০টি আসনেও পায়নি। রাহুলের আরও অভিযোগ, “বিজেপি ও নির্বাচন কমিশনের মধ্যে আঁতাত না থাকলে এভাবে জনমতের প্রতিফলন গায়েব হয়ে যেত না। ভোটের ফলাফল জনমতের বিপরীতে যাওয়ার জন্য ‘লাডলি বহিন’, ‘পুলওয়ামা’, ‘অপারেশন সিঁদুর’ ইত্যাদি নামে নাটক সাজানো হয়।”
ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তথ্য গোপন ও সহযোগিতা না করার অভিযোগ তুলে ধরে রাহুল বলেন, “চাইলেও রাজনৈতিক দলগুলিকে ডিজিটাল ভোটার তালিকা দেওয়া হয় না, বরং অনেক ক্ষেত্রে তথ্য ধ্বংস করে দেওয়া হয়।” কমিশনের পক্ষ থেকে শপথপত্র - সহ প্রমাণ পেশের আহ্বান জানানো হলে রাহুল জবাবে বলেন, “আমি জনতার সামনে যা বলেছি, সেটাই আমার শপথ। আমি যেসব তথ্য দেখিয়েছি, তার সবই নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া।"
No comments:
Post a Comment