ভারী বৃষ্টি, জলমগ্ন শিলিগুড়ি
রবিবারের ভারী বৃষ্টিতে জলমগ্ন হলো শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকা। তবে এদিনের বৃষ্টির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কলেজপাড়া, পুরনিগমের পাশের পথ ও জেলা হাসপাতালের পাশের রাস্তায়।
এই রাস্তাগুলিতে হাইড্রেন ছাপিয়ে জল উঠে এসেছে রাস্তায়। বৃষ্টির পর পর কোথাও প্রায় হাঁটুজল, কোথাও একটু কম জল --- এই ছিল এদিনের জলছবি।
অন্যদিকে, হাকিমপাড়ার কোথাও কোথাও, সুভাষপল্লির নীচু স্থানে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। এদিন হায়দারপাড়ায় ও আশেপাশের এলাকায়ও জল দাঁড়িয়ে যায়। ডাঙ্গিপাড়া, মহানন্দাপাড়া হয়ে অতিরিক্ত জল গড়ায়।
প্রসঙ্গত, শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থলে থাকা বসতি এলাকায় ইদানীং জল দাঁড়িয়ে যাওয়া একটা বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সর্বত্রই হাইড্রেন রয়েছে। ছোটো ছোটো নদীর মজা নালাগুলিও পর্যাপ্ত জল আর জঞ্জাল বয়ে নিয়ে যায়। তবু জল দাঁড়াচ্ছে শহরের রাস্তায়।
No comments:
Post a Comment