Breaking

Sunday, August 10, 2025

শিয়ালদা -- রানাঘাট এসি লোকাল ট্রেন

শিয়ালদা  -- রানাঘাট এসি লোকাল ট্রেন

        লোকাল ট্রেন, তাও এসি। হ্যাঁ, শিয়ালদা -- রানাঘাট রুটে রবিবার এসি লোকাল ট্রেনের আনুষ্ঠানিক সূচনা হলো। সোমবার থেকে ট্রেনটি চলাচল শুরু করবে। সাধারণ টেনের চেয়ে এর ভাড়া অনেকটাই বেশি। 

     এই ট্রেনের ন্যূনতম ভাড়া ৩৫ টাকা। এই ট্রেনে দমদম পর্যন্ত ভাড়া ৩৫ টাকা, ব্যারাকপুর পর্যন্ত ৬০ টাকা, নৈহাটি পর্যন্ত যেতে ভাড়া লাগবে ৯০ টাকা আর সর্বশেষ  বা প্রান্তিক স্টেশন রানাঘাট পর্যন্ত এর ভাড়া নির্ধারিত হয়েছে ১২০ টাকা।

       তবে হাজার হাজার যাত্রীর ভিড়ে গরমে ঘেমে যাত্রা আর এসি ট্রেনে আরামদায়ক সফর --- এই দুইয়ের পার্থক্যের কথা বিচার করলে বাড়তি ভাড়া যাত্রীদের গায়ে লাগবে না। ফলে বেশ ভালোই চলবে এই এসি ট্রেন। 

       কম সময়ে দ্রুতবেগে রানাঘাট থেকে স্বচ্ছন্দে শিয়ালদায় পৌঁছানো নিত্যযাত্রী বা সাধারণ মানুষ উভয়ের কাছেই পরম প্রাপ্তি। অনেকটা মেট্রো রেলের মতো। আজ, রবিবার এই ট্রেনটির উদ্বোধন হলো। 

        উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব রেলের কর্তাব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য প্রমুখ।



No comments:

Post a Comment