Breaking

Friday, August 15, 2025

অপারেশন সিঁদুর ও চেনাব সেতুর রেখাচিত্র

 অপারেশন সিঁদুর ও চেনাব সেতুর রেখাচিত্র 

        দিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত ৭৯ তম স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে স্থান পেল অপারেশন সিঁদুরের লোগো ও চেনাব রেলওয়ে সেতুর রেখাচিত্র। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে ইস্যু করা ওই "Admit Card" (প্রবেশপত্র) - এর ডান পাশে ওপরের দিকে জায়গা পেয়েছে অপারেশন সিঁদুরের লোগো আর নীচের দিকে মাঝ বরাবর জম্মু ও কাশ্মীরের নবনির্মিত চেনাব রেলসেতু রেখাচিত্রে হালকা সোনালি রঙে মুদ্রিত হয়েছে। 

       প্রসঙ্গত, সাম্প্রতিক কালে মোদি নেতৃত্বাধীন সরকার নানা ইস্যুতে ঘরেবাইরে প্রচণ্ড চাপে রয়েছে। এমন সময় দেশের এই দুই সাফল্য তুলে ধরে সরকার কি দেশবাসীকে কোনো বার্তা দিতে চাইল? অবশ্যই বার্তা দিল। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, প্রতিরক্ষা মন্ত্রক এভাবে এই দুই সরকারি কর্মসূচির প্রচার না করলেই পারত। অবশ্য অপারেশন সিঁদুর আর চেনাব রেলসেতু দুটিই দেশের প্রতিরক্ষার সঙ্গে সম্পৃক্ত, তবু স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে ( প্রবেশপত্র) সরকার এভাবে তার প্রচার না করলেই পারত।


No comments:

Post a Comment